Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

আন্তঃজেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের এসপি হাজরা ট্রফির খেলা শুরু হল বর্ধমানে। প্রথম খেলায় অগ্নিবীণা ক্লাব ১৩ রানে হারায় বীরভূমের বিওয়াইবি ক্লাবকে। প্রথমে ব্যাট করে অগ্নিবীণা ৪২ ওভারে করে ২১৭। তাদের শেখ সরিফ আলি করেন ৭৩। বিওয়াইবি-র বাদশা আলম ২টি উইকেট পান।

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৫ ০১:২৩

জয়ী অগ্নিবীণা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

আন্তঃজেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের এসপি হাজরা ট্রফির খেলা শুরু হল বর্ধমানে। প্রথম খেলায় অগ্নিবীণা ক্লাব ১৩ রানে হারায় বীরভূমের বিওয়াইবি ক্লাবকে। প্রথমে ব্যাট করে অগ্নিবীণা ৪২ ওভারে করে ২১৭। তাদের শেখ সরিফ আলি করেন ৭৩। বিওয়াইবি-র বাদশা আলম ২টি উইকেট পান। ৩০.৪ ওভারে ২০৪ রানে বিওয়াইবি অল আউট হয়ে যায়। তাদের মিন্টু সামন্ত ৬৭ ও উৎপল হাজরা ৬০ রান করেন। অগ্নিবীণার রথীন সাহা ও রাজীব বসাক ৩টি করে উইকেট পান। এরপর অগ্নিবীণা বুধবার মুর্শিদাবাদ চ্যাম্পিয়ানদের বিরুদ্ধে খেলবে। প্রসঙ্গত বর্ধমান জেলার পাঁচটি মহকুমাকে নিয়ে হওয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অগ্নিবীণা।

মহকুমা ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল ক্লাব স্যান্টোস। এমএএমসি মাঠে তারা ৭০ রানে ডিএসপিএসএকে হারায়। প্রথমে ব্যাট করে স্যান্টোস ৭ উইকেটে ২২৪ রান করে। রাজেশ পন্ডিত ৪৯, শুভঙ্কর দাস মণ্ডল ৪৭ ও রাজীব তা ৩৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানে অল আউট হয়ে যায় ডিএসপিএসএ। আনন্দকুমার সিংহ ৩০ রান ও সুনীল কারাতি ২৮ রান করেন। স্যান্টোসের হয়ে সরোজ প্রামাণিক ২৫ রানে ৫টি উইকেট দখল করেন।

টি-২০ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বোলপুরে আয়োজিত সারা বাংলা আমন্ত্রণমূলক টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় মনা সেন ট্রফিতে খেতাব জিতল বর্ধমান পুলিশ অ্যাথলেটিক ক্লাব। ফাইনালে তারা দুর্গাপুর স্যান্টোস ক্লাবকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে স্যান্টোস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। জবাবে পুলিশ ৪ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।

জিতল রয়্যাল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল


চলছে মহকুমা ক্রিকেট। আসানসোল স্টেডিয়ামে তোলা নিজস্ব চিত্র।

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগের সোমবারের খেলায় জিতল রয়্যাল সিসি। তারা শ্যাম মেমোরিয়াল ক্লাবকে ৫৫ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে রয়্যাল ৯ উইকেটে ১৬৪ রান করে। জবাবে শ্যামের ইনিংস নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৯ রান শেষ হয়ে যায়।

হারল হরিপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার আসানসোল রেল মাঠের খেলায় জিতল রাধানগর এসি। তারা হরিপুর সিএকে ১৩২ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে রাধানগর সব কটি উইকেট হারিয়ে ২২৪ রান করে। জবাবে হরিপুর ৯২ রানে অল আউট হয়ে যায়। জয়ী দলের সুকল্যাণ দাঁ ৭০ রান করেন।

ক্যারামের আসর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

নির্ভীক ক্লাব অ্যান্ড লাইব্রেরি আয়োজিত আসানসোল মহকুমা ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গরীবু ও গোল্ডী জুটি। ফাইনালে তাঁরা আরিফ ও ইত্তেশান জুটিকে ২-১ সেটে হারিয়ে দেয়। শনিবার উদ্ধোধন করেছিলেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বজিত চক্রবর্তী জানান, মোট ৩২টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

হারল বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর


সানডে ক্লাবের মাঠে তোলা নিজস্ব চিত্র।

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগের সোমবার প্রথম দিনের প্রথম খেলায় জিতল সানডে ক্লাব। তারা নিজেদের মাঠে ডায়মাকে একপেশে খেলায় ৩-০ সেটে হারায়। খেলার ফল ছিল ২৫-০৮, ২৫-১১ ও ২৫-১৩। ওই মাঠের দ্বিতীয় খেলায় তানসেন এসি ৩-০ সেটে বেনাচিতি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে হারায়। এই খেলার ফল ছিল যথাক্রমে ২৫-১০, ২৫-১৪ ও ২৫-১১।

bard khela pic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy