কবাডিতে সুদিন ফেরার আশায় শিল্পাঞ্চল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর
জাতীয় খেলার চর্চা বাড়ছে শিল্পাঞ্চল জুড়ে। কখনও ইস্কো, ডিএসপির মতো সংস্থা, আবার কখনও ক্লাবের উদ্যোগে জেলা জুড়ে আয়োজিত হচ্ছে কবাডি প্রতিযোগিতা। সেখানে নাম দিতে অন্য জেলা থেকেও দল আসছে। মাঠ ভরে যাচ্ছে দর্শকে। সম্প্রতি ডিএসপি তাদের সামাজিক দায়িত্বপালন প্রকল্পে কবাডি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানে যোগ দিয়েছিল মোট ৬৪টি দল। তাদের মধ্যে অন্যতম দুর্গাপুরের আমরাই মেয়র একাদশের শেখ রবিউল, শেখ আনসারি, শেখ সুদাম বিশ্ববিদ্যালয় দলে কবাডি খেলেছেন। ওই দলের কর্তা সাদেক আলি বলেন, ‘‘দুর্গাপুরে এই খেলার চর্চা দিন দিন বাড়ছে। অনেক নতুন খেলোয়াড় উঠে আসছেন।’’ ইস্কো সিএসআর তহবিল থেকে আয়োজিত কবাডিতে ২২টি দল যোগ দিয়েছিল। এ ছা়ড়াও ক্লাব সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও শিল্পাঞ্চলের নানা জায়গায় ছোট-বড় কবাডি প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। সেখানে যোগদানকারী দলের সংখ্যা যেমন বাড়ছে তেমনই খেলা দেখতে মাঠে আসছেন বড় সংখ্যার দর্শক। রবিবার সারা দিন বার্নপুর অন্বেষা ক্লাবের মাঠে আয়োজিত হয় চন্দ্রশেখর মুখোপাধ্যায় স্মৃতি কবাডি প্রতিযোগিতা। ফাইনালে বার্নপুর মহাবীর স্পোর্টিং ক্লাবকে ৩৮–১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হিরাপুর হুসেননগর এনওয়াইসিসি। উদ্যোক্তারা জানালেন, বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, বারাবনি ও বার্নপুর থেকে মোট ১২টি দল যোগ দিয়েছিল। আয়োজক কমিটির কর্তা মনু হাসান জানান, ছ’বছর আগে তাঁরা প্রতিযোগিতা শুরু করেছিলেন। প্রথম বছরেই ভাল সাড়া মিলেছিল। তার পর থেকে প্রতি বছরই সফল ভাবে এই কাজ করছেন তাঁরা। এই প্রতিযোগিতায় জাতীয় স্তরের খেলোয়াড় রাম সাউ, শ্যাম সাউ ও রাজেশ মণ্ডলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। জাতীয় দলে সুযোগ পাওয়ায় শ্যামবাবু ও রাজেশবাবু আসতে পারেননি। তবে রাম সাউ এসেছিলেন। তিনি বলেন, ‘‘ইস্পাত শহরে কবাডি দেখতে মানুষের ভিড় দেখে ভালো লাগছে।’’
হুগলির হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাঁকুড়া খ্রিস্টান কলেজ। মোহনবাগান মাঠে তারা হুগলির অঘোরকামিনী প্রকাশচন্দ্র বা একেপিসি কলেজকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে একেপিসি ৩২ ওভারে ১৫৮-৮ করে। তাদের পুষ্পেন সাঁতরা করেন অপরাজিত ৭৩ ও সুজিত কবিরাজ করেন ২৫। জবাবে বাঁকুড়া ২৮.২ ওভারে করে ১৬০-৪। বাঁকুড়ার হয়ে বিবেক পত্র ১০ রানে ২ ও ইন্দ্রনীল সিংহ ২৬ রানে ২ উইকেট দখল করেন। জয় ভকত ৪৬, সোমনাথ মণ্ডল ৪৪ ও জয় বাগচী ২৩ রান করেন। এই জয়ের সুবাদে বাঁকুড়ার খ্রিস্টান কলেজ সেমিফাইনাল খেলবে বর্ধমান রাজ কলেজের সঙ্গে।
জিতল নির্ভীক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের সুপার ফাইভে নির্ভীক সঙ্ঘ ৪৭ রানে হারিয়েছে উদয় সঙ্ঘকে। রাধারানি স্টেডিয়ামে নির্ভীক ৩৫ ওভারে ১৫৬ রান করে। তাদের খাতায় জমা পড়ে ৩২টি অতিরিক্ত রান। জবারে উদয় ৩০ ওভারে ১০৯ করে সকলে আউট হয়ে যায়। নির্ভীকের চন্দন মহারাজ করেন ৫১। উদয়ের পাপ্পা ভট্টাচার্য ৪ উইকেট দখল করেন। অজয় চৌধুরী করেন ৩৭ রান। বোলিংয়ে সফল নির্ভীকের সুরজিত্ সিংহ (২১-৩), অজয় চৌধুরী (১৪-২) ও সুরজ শর্মা (২৪-২)। সুরজ চারটি ক্যাচও ধরেন। শেষ খেলায় জিতলেই চ্যাম্পিয়ন হবে নির্ভীক।