Advertisement
২৯ এপ্রিল ২০২৪

গণপ্রহারে হত যুবক

গণপ্রহারে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার গভীর রাতে মন্তেশ্বরের বাঘাসন গ্রামে ঘটনাটি ঘটে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বছর পঁয়ত্রিশের ওই মৃত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই রাতে বাঘাসন গ্রামের বারোয়ারিতলায় এক যুবককে চোর সন্দেহে বেধড়ক পেটানোর খবর মেলে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গা ঢাকা দেয় গ্রামবাসীরা।

নিজস্ব সংবাদদাতা
মন্তেশ্বর শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০০:৫৩
Share: Save:

গণপ্রহারে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার গভীর রাতে মন্তেশ্বরের বাঘাসন গ্রামে ঘটনাটি ঘটে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বছর পঁয়ত্রিশের ওই মৃত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই রাতে বাঘাসন গ্রামের বারোয়ারিতলায় এক যুবককে চোর সন্দেহে বেধড়ক পেটানোর খবর মেলে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গা ঢাকা দেয় গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখানকার চিকিৎসকেরা জানান, ওই যুবকের মৃত্যু হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার দিন রাতে বাঘাসন গ্রামে কীর্তনের আসর বসেছিল। আচমকা ওই আসরে খবর যায় গ্রামে চোর ঢুকেছে। তারপরেই আসর ভেঙে চোরকে খুঁজতে শুরু করেন গ্রামবাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, অচেনা এক যুবককে এক বাড়ির পাঁচিল টপকে ঢুকতে দেখেন তাঁরা। তাকে পাঁচিল থেকে নামিয়ে নামধাম জিজ্ঞেস করা হলে ওই যুবক একেক বার একেক রকম জানায় বলেও গ্রামবাসীদের দাবি। এমনকী ওই যুবক বারকয়েক পালানোরও চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই যুবককে ধরে বারোয়ারিতলায় এনে মারধর করা হয় বলে অভিযোগ।

কালনা মহকুমা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্তও শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “চলতি বছরে মন্তেশ্বরে আইনি সচেতনতা শিবির করা হয়েছে। তা সত্ত্বেও আইন হাতে তুলে নিয়ে কিছু মানুষ যেভাবে একজনকে পিটিয়ে মারলেন তা দুর্ভাগ্যজনক। মৃত যুবকের পরিচয় জানার পাশাপাশি তাকে মারধরের ঘটনায় যুক্তদের খোঁজার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE