Advertisement
২৫ মে ২০২৪

চাকরির সুযোগ বেশি পেতে পলিটেকনিক কলেজের দাবি

এলাকায় তৈরি হচ্ছে সার কারখানা। সেখানে প্রয়োজনীয় হবে দক্ষ শ্রমিক। সেই শ্রমিক যাতে নিজের গ্রাম থেকেই পাওয়া যায় সেই উদ্দেশ্য এলাকায় একটি পলিটেকনিক কলেজ তৈরির দাবি জানালেন বুদবুদের কোটা পঞ্চায়েতের বাসিন্দা। এই দাবিতে ইতিমধ্যেই জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও বিডিওর কাছে চিঠি পাঠিয়েছে এই পঞ্চায়েত।

নিজস্ব সংবাদদাতা
বুদবুদ শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০০:১৫
Share: Save:

এলাকায় তৈরি হচ্ছে সার কারখানা। সেখানে প্রয়োজনীয় হবে দক্ষ শ্রমিক। সেই শ্রমিক যাতে নিজের গ্রাম থেকেই পাওয়া যায় সেই উদ্দেশ্য এলাকায় একটি পলিটেকনিক কলেজ তৈরির দাবি জানালেন বুদবুদের কোটা পঞ্চায়েতের বাসিন্দা। এই দাবিতে ইতিমধ্যেই জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও বিডিওর কাছে চিঠি পাঠিয়েছে এই পঞ্চায়েত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোটা পঞ্চায়েত এলাকায় সবমিলিয়ে প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করেন। এদের বেশিরভাগই আদিবাসী। পাশেই তৈরি হচ্ছে সার কারখানা। সেখানে চাকরির জন্য লাগবে কারিগরি জ্ঞান। কিন্তু এই এলাকার আশপাশে কোনও সরকারি অথবা বেসরকারি পলিটেকনিক কলেজ নেই। তাই স্থানীয় মানুষ যাতে ওই কারখানায় কাজের সুযোগ পেতে পারেন তাই এলাকায় পলিটেকনিক কলেজ তৈরির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। কোটা পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মণ্ডলের আক্ষেপ, “এলাকায় বেশিরভাগ বাসিন্দাই সংখ্যালঘু ও আদিবাসী। তাঁদের উপার্জনও বেশ কম। তাই উচ্চ মাধ্যমিকে ভাল ফল করার পরেও অনেক পড়ুয়া অর্থের অভাবে সাধারণ বিষয় নিয়ে পড়াশোনা করতে বাধ্য হয়।” তাঁর দাবি, এলাকায় যদি একটি সরকারি কলেজ তৈরি করা হয় তাহলে কম খরচে মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন। পঞ্চায়েতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রসেনজিৎ সাহা বলেন, “আমি ভবিষ্যতে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে চাই। কিন্তু বাড়ির অর্থনৈতিক অবস্থা মোটেও ভাল নয়। তাই দূরের পলিটেকনিক কলেজে গিয়ে পড়াশোনা করা আমার পক্ষে খুবই সমস্যার। নিজের এলাকায় যদি পলিটেকনিক কলেজ তৈরি হয় তাহলে খুবই ভাল হয়।”

পলিটেকনিক কলেজের পাশাপাশি একশো দিনের কাজের জন্য একটি নির্দিষ্ট ঘরের দাবিও জানানো হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পঞ্চায়েতের একটি ঘরের মধ্যেই অন্যান্য প্রশাসনিক কাজ ছাড়াও একশো দিনের প্রকল্পের সব কাজ হয়। ফলে অনেক সময়েই একশো দিনের প্রকল্পের নানা কাজ আটকে যায় স্থানাভাবে। পঞ্চায়েতের এক কর্তা বলেন, “একশো দিনের প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে করার জন্য একটি নতুন ঘরের জন্য আবেদন করা হয়েছে।”

কোটা পঞ্চায়েত এলাকাটি আউশগ্রাম ২ ব্লকের মধ্যে পড়ে। ওই ব্লকের বিডিও দিপ্তীময় দাস বলেন, “ওই এলাকায় পলিটেকনিক কলেজ তৈরির প্রস্তাব পেয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কোটা পঞ্চায়েতে একশো দিনের কাজের জন্য দ্রুতই ঘর তৈরি করে দেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

budbud polytecnic college kota panchayet area
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE