Advertisement
২৩ মে ২০২৪

ছাত্রীকে কটূক্তির প্রতিবাদ করে প্রহৃত দাদা, বিক্ষোভ

ফের ছাত্রীকে কটূক্তি। প্রতিবাদ করতে গেলে পরিজনকে ফের মারধরের অভিযোগ। এ বার এমন অভিযোগ উঠল দুর্গাপুরে। বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মঙ্গলবার এক যুবককে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙায়। পুলিশের কাছে দুর্গাপুর গার্লস কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী অভিযোগ করেছেন, বাসুদেব বাউড়ি নামে এক যুবক এ দিন তাঁকে উত্ত্যক্ত করছিল, এমনকী হাত ধরে টানাটানিও করে।

অভিযুক্ত যুবক যে কারখানার কর্মী, তার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। নিজস্ব চিত্র।

অভিযুক্ত যুবক যে কারখানার কর্মী, তার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০১:৫৩
Share: Save:

ফের ছাত্রীকে কটূক্তি। প্রতিবাদ করতে গেলে পরিজনকে ফের মারধরের অভিযোগ। এ বার এমন অভিযোগ উঠল দুর্গাপুরে।

বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মঙ্গলবার এক যুবককে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙায়। পুলিশের কাছে দুর্গাপুর গার্লস কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী অভিযোগ করেছেন, বাসুদেব বাউড়ি নামে এক যুবক এ দিন তাঁকে উত্ত্যক্ত করছিল, এমনকী হাত ধরে টানাটানিও করে। তা দেখে তাঁর পিসতুতো দাদা প্রতিবাদ করতে যান। তখনই তাঁকে মারধর করে বাসুদেব। সে এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় একটি কারখানাতেও কাজ করে সে। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সগড়ভাঙা পুরনো ব্লক অফিসের সামনে সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই তরুণী তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বাসুদেব তাঁকে লক্ষ্য করে কটূক্তি শুরু করে। মেয়েটি প্রতিবাদ করায় তাঁর হাত ধরে টানাটানি করা হয়। কিছু দূরেই ছিলেন তাঁর সম্পর্কিত দাদা। দেখতে পেয়ে তিনি ছুটে এসে প্রতিবাদ করেন। তখন বাসুদেব তাঁর উপরে চড়াও হয়। মারধরের চোটে তাঁর কপাল কেটে যায়। গালেও আঘাত লাগে। এর পরেই সেখান থেকে চম্পট দেয় বাসুদেব।

ওই তরুণীর দাদার অভিযোগ, “মারধর করে পালানোর সময় ওই যুবক শাসিয়ে যায়, পুলিশের কাছে গেলে ফল ভাল হবে না।” তিনি জানান, স্থানীয় বাসিন্দারা তাঁদের পুলিশের কাছে যাওয়ার ব্যাপারে সাহস জোগান। তিনি বলেন, “এরপরেই আমরা অভিযোগ করি। আশা করি পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।” বাসুদেব যে বেসরকারি কারখানায় কাজ করে, বিকেলে সেখানে এলাকার বেশ কিছু বাসিন্দা বিক্ষোভও দেখান। তাঁদের দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সন্ধ্যায় পুলিশ কারখানায় যায়। কিন্তু সেখানে বাসুদেবের দেখা মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে খোঁজা তল্লাশি হচ্ছে।

দিন কয়েক আগে অন্ডালের উখড়াতেও নবম শ্রেণির এক ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছিল স্থানীয় কয়েক জন কিশোর ও যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মেয়েটির বাবার উপরেও তারা চড়াও হয়। তার পরেই মেয়েটির ঝুলন্ত দেহ মেলে ঘর থেকে। এর পরে এ দিন ফের এক ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠায় ক্ষুব্ধ শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুরের প্রাক্তন শিক্ষক সুদেব রায়ের কথায়, “পুলিশ-প্রশাসন যথেষ্ট কড়া পদক্ষেপ না করলে এমন ঘটনা বন্ধ করা মুশকিল।” সগড়ভাঙার বাসিন্দা নীরজ সিংহ বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেফতার না করলে আমরা থানায় বিক্ষোভ দেখাব।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই বেসরকারি কারখানায় আইএনটিটিইউসি সমর্থক ঠিকা শ্রমিকদের একটি অংশের নেতা হিসেবে পরিচিত। এলাকার মানুষও তাকে তৃণমূল কর্মী বলে জানেন। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য জানান, ওই নামে সংগঠনের কোনও নেতাকে তিনি চেনেন না। তৃণমূলের দুর্গাপুর ৩ ব্লক সভাপতি সুনীল চট্টোপাধ্যায় বলেন, “কে কোন দলের সেটা বড় কথা নয়। তদন্ত করে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE