Advertisement
১৯ মে ২০২৪

দুর্নীতির নালিশ, তৃণমূল বহিষ্কার করল খোকনকে

তাঁর বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেছিলেন দলেরই বিধায়ক। তার পর উঠেছিল প্রতারণার অভিযোগ। পুলিশ গ্রেফতারও করেছিল তাঁকে। সেই তৃণমূল নেতা খোকন রুইদাসকে বহিষ্কার করল তৃণমূল। রবিবার দলের দুর্গাপুর ৩ নম্বর ব্লক সভাপতি সুনীল চট্টোপাধ্যায় বলেন, “দল বিরোধী কাজের জন্য ছয় বছরের জন্য খোকনবাবুকে বহিষ্কার করা হয়েছে।”

খোকন রুইদাস। —ফাইল চিত্র।

খোকন রুইদাস। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ০০:১২
Share: Save:

তাঁর বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেছিলেন দলেরই বিধায়ক। তার পর উঠেছিল প্রতারণার অভিযোগ। পুলিশ গ্রেফতারও করেছিল তাঁকে। সেই তৃণমূল নেতা খোকন রুইদাসকে বহিষ্কার করল তৃণমূল। রবিবার দলের দুর্গাপুর ৩ নম্বর ব্লক সভাপতি সুনীল চট্টোপাধ্যায় বলেন, “দল বিরোধী কাজের জন্য ছয় বছরের জন্য খোকনবাবুকে বহিষ্কার করা হয়েছে।” যদিও খোকনবাবু জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও খবর নেই। চিঠি পেলে তিনি দলের উচ্চ নেতৃত্বের কাছে তাঁর বক্তব্য জানাবেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, খোকনবাবু দুর্গাপুরে তৃণমূলের ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটি তথা তৃণমূলের তফসিলি জাতি ও উপজাতি সেলের সভাপতি ছিলেন। চলতি বছরের জুলাই মাসে তাঁর বিরুদ্ধে সগড়ভাঙ্গায় আরআইপি শিল্পতালুকে সিন্ডিকেট চালানো এবং তোলাবাজির অভিযোগ তোলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) চেয়ারম্যান তথা তৃণমূলেরই বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। দলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কাছে লিখিত অভিযোগ পাঠান তিনি। যদিও খোকনবাবু সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, বছর কয়েক আগে পাড়ার ছেলেদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য একটি সিন্ডিকেট গড়েছিলেন তিনি। কিন্তু দল রাজ্যে ক্ষমতায় আসার পরে সেই সিন্ডিকেট তিনি ছেড়ে দেন।

পুলিশ সূত্রে খবর, সেই পুলিশ খোকনবাবুকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এর পর অগস্ট মাসে দুর্গাপুর আদালতে খোকনবাবুর বিরুদ্ধে চিটফান্ডের নাম করে প্রতারণার অভিযোগ দায়ের করেন এইচএফসি গেট এলাকার বাসিন্দা জানকি সিংহ। পুলিশের কাছে জানকিবাবু অভিযোগ করেন, খোকন রুইদাস তাঁকে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় ৩ লক্ষ টাকা রাখতে বাধ্য করেছিলেন। প্রথম কয়েক মাস তিনি সুদ ও একবার ১০ হাজার টাকা পেয়েছিলেন। এর পর টাকা ফেরতের দাবি জানালে তাঁকে ২ লক্ষ ৯০ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু সেটি বাউন্স করে। জানকিবাবুর অভিযোগের ভিত্তিতে খোকনবাবুকে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছুদিন জেল হাজতে কাটানোর পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান।

জেলা তৃণমূল সূত্রে খবর, দিন কয়েক আগে তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়িতে মুচিপাড়া এলাকার কয়েকজন দলীয় কর্মী-সমর্থক ফের খোকনবাবুর বিরুদ্ধে শিল্প তালুকে মদ-জুয়ার ঠেক চালানো, শিল্পপতিদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। খোকনবাবুর বিরুদ্ধে নতুন করে অভিযোগ পাওয়ার পরেই অপূর্ববাবু দলের ব্লক নেতৃত্বকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরেই এই সিদ্ধান্ত। রবিবার সুনীলবাবু বলেন, “দল বিরোধী কাজকর্মের অভিযোগে খোকন রুইদাসকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।” যদিও এ দিন খোকনবাবুর দাবি, “আমাকে বহিষ্কারের বিষয়ে দলের তরফে কোনও খবর পাইনি। দল সিদ্ধান্ত জানালে আমিও দলের কাছে আমার বক্তব্য বলব।”

তৃণমূলের জেলা শিল্পাঞ্চল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “খোকনের বিরুদ্ধে বেআইনি কাজকর্মের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে স্থানীয় ব্লক সভাপতিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।” জেলা তৃণমূলের এক নেতা জানান, খোকনবাবু যে পদগুলিতে ছিলেন সেগুলিতে নতুন মুখ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ওয়ার্ড সভাপতির নাম চূড়ান্ত না হলেও তফসিলি জাতি-উপজাতি সেলের দায়িত্ব কাকে দেওয়া হবে সেটা ঠিক করে ফেলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc durgapur khokan ruidas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE