বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ইতিহাস সাম্মানিকের পরীক্ষায় নকল করাকে কেন্দ্র করে বর্ধমানের হাটগোবিন্দপুরের ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে পরীক্ষার্থীর বিরুদ্ধে অধ্যাপককে গালিগালাজ করার অভিযোগ উঠল। শনিবার, ওই কলেজে পরীক্ষা চলাকালীন কালনা কলেজের একদল ছাত্র নকল করছিল বলে অভিযোগ। এক ছাত্রকে নকল শুদ্ধ ধরেও ফেলেন পরীক্ষকেরা। তার পরীক্ষাও বাতিল করা হয়। অভিযোগ, তারপরেই ওই পরীক্ষার্থী অধ্যাপক মলয় অধিকারীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ওই অধ্যাপককে মারতে যাওয়ারও অভিযোগ ওঠে। পরীক্ষা শেষে ওই ছাত্রটি আও কয়েকজনকে জড়ো করে শিক্ষকদের গালিগালাজ করে বলে অভিযোগ। শেষমেশ কলেজ কর্তৃপক্ষের তরফে পুলিশ ডেকে পরিস্থিতির সামাল দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ বলেন, ‘‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’’