Advertisement
০৪ জুন ২০২৪

বিজেপিতে যোগ ফরিদপুরে

তৃণমূল এবং সিপিএম থেকে বেশ কিছু লোকজন বিজেপিতে যোগ দিলেন ফরিদপুরে। বৃহস্পতিবার ফরিদপুর (লাউদোহা) থানার কাঁটাবেড়িয়ায় একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় উপস্থিতি ছিলেন। বিজেপি-র দুর্গাপুর জেলা সভাপতি অখিল মণ্ডল দাবি করেন, এই সভাতেই নানা দল ছেড়ে শ’খানেক মানুষ তাঁদের দলে যোগ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০১:৪২
Share: Save:

তৃণমূল এবং সিপিএম থেকে বেশ কিছু লোকজন বিজেপিতে যোগ দিলেন ফরিদপুরে। বৃহস্পতিবার ফরিদপুর (লাউদোহা) থানার কাঁটাবেড়িয়ায় একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় উপস্থিতি ছিলেন। বিজেপি-র দুর্গাপুর জেলা সভাপতি অখিল মণ্ডল দাবি করেন, এই সভাতেই নানা দল ছেড়ে শ’খানেক মানুষ তাঁদের দলে যোগ দিয়েছেন।

এ দিন তথাগতবাবু ফরিদপুর যাওয়ার আগে বুদবুদের চাকতেঁতুলে সভা করেন। তার পরে যান কাঁকসার বনকাটি গ্রামে দলের এক জখম কর্মীকে দেখতে যান। কয়েক দিন আগে তৃণমূলের কর্মী-সমর্থকেরা সেখানে বিজেপি-র ওই কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। জখম কর্মীকে দেখার পরে তথাগতবাবু অভিযোগ করেন, “শাসনেও দেখে এসেছি। এখানেও দেখছি। নৃশংস ভাবে আক্রমণ করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে তৃণমূল।” সারদা-কাণ্ডে সিবিআই এবং খাগড়াগড়-কাণ্ডে এনআইএ তদন্তেই সব স্পষ্ট হয়ে যাবে বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, “সরকারি সংস্থা আইন মেনে তদন্ত করছে। তার বিরুদ্ধে এ ভাবে আন্দোলন করে নিজেদের হাস্যস্পদ করে তুলছে তৃণমূল।” তিনি আরও দাবি করেন, রাজ্যের হাতে যে সব নির্বাচন হয়, সেগুলিতে তাঁরা ভরসা করছেন না। তবে বিধানসভা নির্বাচন হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে। তখন মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং বিজেপি সাফল্য পাবে।

বিজেপি-র দুর্গাপুর জেলা সভাপতি অখিলবাবু বলেন, “এ দিন নাচন, প্রতাপপুর, কালিকাপুর, কাঁটাবেড়িয়া থেকে তৃণমূল এবং সিপিএম সমর্থকরা আমাদের দলে যোগ দিয়েছেন।” তবে এ দিন দুই দলেরই কোনও পরিচিত নেতা বিজেপিতে যোগ দেননি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ‘দুর্গাপুর স্বদেশ বিকাশ মঞ্চ’ নামে এক সংস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির ৯০তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। কাঁটাবেড়িয়া থেকে এসে তথাগতবাবু সেই অনুষ্ঠানে যোগ দেন।

তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) অন্যতম সাধারণ সম্পাদর দেবদাস বক্সী অবশ্য বিজেপি-র অভিযোগ মানতে চাননি। তাঁর পাল্টা বক্তব্য, “বনকাটি গ্রামে যে মারধরের অভিযোগ তোলা, সেটি আসলে কোনও রাজনৈতিক গোলমালের ঘটনাই নয়। ওই ব্যক্তি আদৌ বিজেপি-র কর্মী কি না, সেটা ওঁদের নেতারা ভাল ভাবে খোঁজ নিন।” ফরিদপুরে যাঁরা বিজেপি-তে যোগ দিলেন তাঁদের কেউ তৃণমূলে ছিলেন বলেও মানতে চাননি দেবদাসবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE