নিয়ম বহির্ভূত ভাবে কাজ হয়েছে আইএসজিপি ও ১০০ দিনের প্রকল্পে, এই অভিযোগ তুলে সিপিএম পরিচালিত কাটোয়ার সুদপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল বিরোধীরা। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা।
তাঁদের অভিযোগ, আইএসজিপি প্রকল্পে সুদগ্রাম পঞ্চায়েত ৩৬ লক্ষ টাকা পেয়েছে। সেই টাকায় কী কী কাজ হবে বৈঠক ডেকে তার রেজ্যুলিউশন হয়ে গিয়েছে। অথচ পঞ্চায়েত সদস্যদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তাঁদের আরও অভিযোগ, ওই সব কাজের টেন্ডার না ডেকেই ঠিকাদারদের মৌখিক কাজ করার নির্দেশ দিয়েছে সিপিএম পরিচালিত পঞ্চায়েত। খবর পেয়ে সুদপুর গ্রাম পঞ্চায়েতে যান কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে আইএসজিপি প্রকল্পে বেনিয়মের পাশাপাশি ১০০ দিনের কাজে গড়মিলের অভিযোগ জানান পঞ্চায়েত সদস্যরা। তৃণমূলের সদস্য ভানুগোপাল হালদারের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের সরকারি টাকা নয়ছয় করছে সিপিএম। আমরা চাই, প্রশাসনের কর্তারা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। তবে পঞ্চায়েতের সিপিএমের প্রধান যোগমায়া ধারার সাফ জবাব, “আমি এ ব্যাপারে কিছু জানি না। পঞ্চায়েত সচিবকে জিজ্ঞাসা করুন।” পঞ্চায়েত সচিব সুনীলকুমার সাহাকে এ দিন ভত্সর্না করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তদন্তের কারণে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তিনি।