Advertisement
E-Paper

রাস্তায় ছুটছে লাখ টাকার বাইক, বদলাচ্ছে কাটোয়া

দামি মোটরবাইকে মজেছে কাটোয়ার নতুন প্রজন্ম। পঞ্চাশ, ষাট, সত্তর হাজার তো বটেই, লাখ টাকার বিনিময়েও বিকোচ্ছে দু’চাকার এই যান। কাটোয়া শহরে সাইকেল আরোহীর সংখ্যা এখন বোধহয় হাতে গুনেই বলে দেওয়া যায়। প্রাচীন এই শহরের অলিগলিতে দেখা মিলছে দামি মোটরবাইকের।

সৌমেন দত্ত

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৪ ০১:৩৯

দামি মোটরবাইকে মজেছে কাটোয়ার নতুন প্রজন্ম। পঞ্চাশ, ষাট, সত্তর হাজার তো বটেই, লাখ টাকার বিনিময়েও বিকোচ্ছে দু’চাকার এই যান। কাটোয়া শহরে সাইকেল আরোহীর সংখ্যা এখন বোধহয় হাতে গুনেই বলে দেওয়া যায়। প্রাচীন এই শহরের অলিগলিতে দেখা মিলছে দামি মোটরবাইকের।

কাটোয়ার বিভিন্ন কোম্পানির মোটরবাইকের ডিলারদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত আর্থিক বছরের তুলনায় এই আর্থিক বছরে কাটোয়ায় মোটরবাইক বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, বিক্রিত মোটরবাইককের মধ্যে বেশিরভাগেরই দাম লাখ টাকার বেশি। কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটির (আরএমসি) উল্টো দিকে থাকা একটি মোটরবাইক কোম্পানির সাব-ডিলার দেবব্রত চৌধুরী বলেন, “সারদা-কাণ্ডের পরে বিভিন্ন জায়গা থেকে মোটরবাইকের বিক্রি কমে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু আমাদের এখানে সে সবের প্রভাব পড়েনি। আমরা গত বারের তুলনায় প্রায় দ্বিগুন মোটরবাইক বেশি বিক্রি করতে পেরেছি।” বর্ধমানের তেজগঞ্জে অবস্থিত একটি বিদেশি মোটরবাইক কোম্পানির শো-রুমের শাখা ম্যানেজার সৈয়দ গোলাম মর্তুজার দাবি, বর্তমানে কাটোয়াতে ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮৮ হাজার টাকা পর্যন্ত দামের মোটরবাইকের বিক্রি রয়েছে।

মোটরবাইক বিক্রেতাদের দাবি, বছর দু’য়েক আগেও কাটোয়ায় প্রতি মাসে গড়ে ৪০ থেকে ৫০টি মোটরবাইক বিক্রি হত। কিন্তু বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রতি মাসে ১৫০ এর বেশি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, দামি মোটরবাইকের ক্রেতাদের মধ্যে বেশিরভাগই যুবক অথবা ছাত্র। কাটোয়ার থেকে যাঁরা বাইরে কোথাও কাজ করতে যাচ্ছেন, তাঁদের অনেকেই বাড়িতে ফিরে আসার পরে দামী মোটরবাইক কিনছেন। কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের বাসিন্দা রাজু ঘোষ বলেন, “আমার দাদা দিল্লিতে গয়নার কাজ করে। সেখানেই একটি দামি মোটরবাইক কিনেছে। কাটোয়ায় ফিরে আমাকেও একটি দামি মোটর বাইক কিনে দিয়েছে।” কাটোয়ার বাসিন্দা, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়নদীপ মুখোপাধ্যায় সম্প্রতি প্রায় নব্বই হাজার টাকা দিয়ে একটি মোটর বাইক কিনেছেন। তাঁর কথায়, “এখন সপ্তাহে দু’একদিনের জন্য কাটোয়া আসি। বিকেল বেলায় মোটর বাইকে করে বন্ধুদের নিয়ে দূরে কোথাও যাওয়ার অনুভূতিই আলাদা।”

পাঁচঘড়া মোড়ের এসটিকেকে রোডের মোটরবাইকের সাব ডিলার পিন্টু দলুই জানান, বর্তমানে কাটোয়া শহরে প্রায় সব কোম্পানিরই নিজস্ব সাব-ডিলার রয়েছে। শো-রুমের সংখ্যাও বেড়েছে। এছাড়া বিভিন্ন ঋণদানকারী সংস্থা যুবকদের গাড়ি কিনতে ঋণ দিয়ে সাহায্য করছে। ফলে দিন দিন মোটরবাইক বিক্রির সংখ্যা বাড়ছে।

সাইকেল, স্কুটারের যুগ পেরিয়ে উচ্চ কারিগরী ক্ষমতার দ্রুতগতির মোটরবাইকজীবনযাপনের মাপকাঠিতে অজয় নদের পাড়ের ছোট্ট শহরে এখন বদলের হাওয়া।

soumen dutta katwa motorcycle bike new modern
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy