বিধানসভায় অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণ সম্পর্কিত অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট জমা পড়ার কথা আজ, মঙ্গলবার। এই রিপোর্ট গৃহীত হলে ওবিসি সংরক্ষণে জটের কারণে ভর্তির জটিলতা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। একই কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত জটও কাটতে পারে। রাজ্যে ২০১০ সালের আগে ওবিসি সংরক্ষণ ছিল ৭%। তার পরে সেই সংরক্ষণ বাড়িয়ে ১৭% করা হয়েছিল। গত বছর হাই কোর্টের রায়ে ওবিসি-দের তালিকা খারিজ হয়ে যাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এর পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এই নিয়ে মামলা থাকায় বিধানসভায় এই অন্তর্বর্তীকালীন রিপোর্ট আনতে চাইছে রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতর। অধিবেশনে আজ অনগ্রসর শ্রেণি কমিশনের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করার কথা বিভাগীয় মন্ত্রী বুলু চিক বরাইকের।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)