Advertisement
১৫ অক্টোবর ২০২৪

নাক-এ সেরা গ্রেড বেলুড়ের 

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখন ডিমড বিশ্ববিদ্যালয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বেলুড় শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৪:১২
Share: Save:

ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা নাক-এর মূল্যায়নে ‘এ++’ গ্রেড পেল বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ইনস্টিটিউটের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ জানান, নম্বরের নিরিখে ৪-এর মধ্যে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠান ৩.৬৬ পেয়েছে।

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখন ডিমড বিশ্ববিদ্যালয়। বেলুড়ে সদর দফতর ছাড়াও নরেন্দ্রপুর, রাঁচি এবং কোয়মবত্তূরে তাদের ক্যাম্পাস রয়েছে।

২০১৭ সালের জুলাই থেকে নাকের মূল্যায়নের পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। নতুন এই পদ্ধতিতে এ রাজ্যের যে সব শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন নাক করেছে তার মধ্যে এই গ্রেডই সর্বোচ্চ। উপাচার্য জানিয়েছেন, দেশের মধ্যে নতুন পদ্ধতিতে মূল্যায়নে তাঁরা রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। তাদের প্রাপ্ত নম্বর ৩.৬৭। এর আগে পুরনো পদ্ধতিতে সেন্ট জেভিয়ার্স কলেজ ৩.৭৭ নম্বর নিয়ে ‘এ++’ গ্রেড পেয়েছিল। পুরনো পদ্ধতিতে যাদবপুর, কলকাতা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন হয়েছে। তারা কেউই অবশ্য ‘এ++’ গ্রেড পায়নি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য বিষয়গুলি:

Belur NAAC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE