তৃণমূল কংগ্রেসের ভোট-ভান্ডারে অন্যতম বড় ‘মূলধন’ মহিলা ভোটার। ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘কন্যাশ্রী’র মতো বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে সেই ভোট আরও সুসংহত হয়েছে বলে মনে করে রাজনৈতিক শিবিরের বড় অংশ। সেই মহিলা ভোট নিজেদের দিকে টানতে রাজ্যে ‘বেড়ে চলা নারী নির্যাতনে’র অভিযোগ-সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচটি কর্মসূচি নিতে চলেছে বঙ্গ বিজেপি।
রাজ্য বিজেপির মহিলা মোর্চা সূত্রে খবর, সব রকম ভাবে, সব ক্ষেত্রের মহিলাদের কাছে পৌঁছতেই এই পরিকল্পনা। পাঁচটি কর্মসূচির প্রতিটির নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য কমিটির পাঁচ পদাধিকারী। কর্মসূচি পরিচালনার জন্য ওই পাঁচ জনের তলায় থাকবেন পাঁচ বিভাগের আরও পাঁচ জন। তার নীচে কাজ করবে পরিচালন কমিটি।
মোর্চা সূত্রের খবর, প্রথম পর্যায়ে নারী নির্যাতন এবং মহিলাদের বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আন্দোলনমুখী কর্মসূচি নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে শারদোৎসব ও বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে থাকছে সাংস্কৃতিক কর্মসূচি। পরবর্তী পর্যায়ে স্বাবলম্বী মহিলাদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে কর্মসূচি নেওয়া হবে। চতুর্থ ধাপে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ তৈরি করে সংগঠনের বার্তা প্রচার করা হবে। চারটি পর্যায়ে রাজ্য থেকে নেতৃত্বে থাকতে পারেন যথাক্রমে নমিতা নায়েক, মহুয়া চক্রবর্তী, সুতপা সেনগুপ্ত এবং নীতা চট্টোপাধ্যায়েরা।
শেষ এবং গুরুত্বপূর্ণ পর্যায় হল ‘বিস্তারক নিয়োগ’। প্রতিটি বিধানসভায় এক জন করে বিস্তারক হিসেবে সংগঠন ও প্রচারের কাজ করবেন। তাঁর সঙ্গে কাজ করবেন ৫০ জন সক্রিয় মহিলা কর্মী। বিজেপির সংশ্লিষ্ট জেলা সভাপতি বিধানসভা ভিত্তিতে পরিচিত মহিলাদের বিস্তারক হিসেবে নিয়োগ করবেন। ঠিক হয়েছে, বিস্তারক প্রকাশ্যে আসবেন না। বরং, তিনি তাঁর তৈরি করা ‘দলে’র মাধ্যমে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে মহিলাদের প্রাপ্তি-অপ্রাপ্তি, আশা-আকাঙ্ক্ষার কথা জেলা সভাপতির মাধ্যমে রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন। এর ভিত্তিতেই ঠিক করা হবে বিধানসভাগত রণকৌশল।
মহিলা মোর্চার এক রাজ্য নেত্রীর কথায়, “রাজ্যে মহিলাদের লড়াই করে অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছে। মহিলাদের অভিযোগ, আশা-আকাঙ্ক্ষার কথা শুনতে বিভিন্ন ভাবে বাড়ি-বাড়ি পৌঁছে যাব আমরা। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে নারী সুরক্ষা ও তাঁদের ক্ষমতায়নের উপরে বেশি জোর দেবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)