বেশ কিছু দিন ধরেই অনলাইনে বাস বা ট্রেনের টিকিট, সরকারি অতিথিশালা, এমনকি হাসপাতালের শয্যা বুকিংয়ের বন্দোবস্ত করে আসছে সরকার। এ বার তারা অনলাইনে পানশালায় পেগ বুকিংয়ের ব্যবস্থাও চালু করছে। চাইলে হুইস্কির সঙ্গে চিকেন টিক্কা কাবাবেরও বুকিং করা যাবে সাইবার-সরণিতে। সেই মদ এবং খাবার রাখা যাবে ‘ওয়ালেট’ বা সুরা সিন্দুকে। ঠিক যেমন টাকা রাখা থাকে পে-টিএমে। তার পরে সময় ও সুবিধামতো পানশালায় গেলেই হবে।
নতুন বছরে মদ নিয়ে এমনই এক অ্যাপ চালু করছে রাজ্যের আবগারি দফতর। বিভিন্ন পানশালার হাজারো ব্র্যান্ডের মদের দামের তালিকা, মনের মতো খাবারের ফিরিস্তি ফুটে উঠবে অনলাইনে। অনেকটা মোবাইল প্রি-পেড রিচার্জ করার মতো আগে থেকে টাকা দিয়ে যত খুশি মদের পেগ এবং খাবার ‘বুক’ করে রাখা যাবে।
আবগারি দফতরের এক কর্তা জানান, রাজ্যের পানশালাগুলিতে আরও সুশৃঙ্খল ভাবে মদ্যপানের ব্যবস্থা করতেও এই অ্যাপ সহায়ক হবে। সরকার অবশ্য নিজেরা সরাসরি ওই অ্যাপ চালাতে চায় না। এই বিষয়ে বুধবারেই বিভিন্ন সংস্থার কাছ থেকে ‘ইওআই’ বা আগ্রহপত্র চেয়েছে আবগারি দফতর। তবে ওই অ্যাপের মাধ্যমে কারবারের সমস্ত খুঁটিনাটি সরকারি নিয়ন্ত্রণেই চলবে। যাতে মদ্যপায়ীরা কোনও ভাবেই প্রতারিত না-হন, সেটাও দেখবে সরকার।