Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমতায় জোট বাম, কংগ্রেসের

বাইনানের এক কংগ্রেস নেতা জানান, মানুষের মধ্যে প্রবল তৃণমূল বিরোধিতা রয়েছে। তাই জোটের কথা ভাবা হয়েছে। সিপিএমের এক নেতাও একই কথা বলেন।

নুরুল‌ আবসার
আমতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৩৩
Share: Save:

শীর্ষ নেতৃত্ব সবুজ সঙ্কেত দেননি। তা সত্ত্বেও আমতার ১৮টি পঞ্চায়েতেই জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় কংগ্রেস ও বাম নেতৃত্ব। ইতিমধ্যেই বাইনান পঞ্চায়েতে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট নিয়ে স্থানীয় স্তরে চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে। এই পঞ্চায়েতে মোট আসন ২১টি (২০১৩-র ভোটে জিতে বামেরা এখানে বোর্ড গড়েছিল। পরে তৃণমূলের হাতে চলে যায়)। শুক্রবারই পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য ১১ জন বাম সদস্য মনোনয়ন জমা দিয়েছেন। আজ, শনিবার বাকি ১০টি আসনে কংগ্রেসের মনোনয়ন জমা দেওয়ার কথা। বাকি পঞ্চায়েতগুলিতেও একই ভাবে কোন দল কতগুলি আসনে প্রার্থী দেবে তা নিয়ে আলোচনা চলছে বলে খবর।

বাইনানের এক কংগ্রেস নেতা জানান, মানুষের মধ্যে প্রবল তৃণমূল বিরোধিতা রয়েছে। তাই জোটের কথা ভাবা হয়েছে। সিপিএমের এক নেতাও একই কথা বলেন।

আমতা বিধানসভা আসনটি বর্তমানে কংগ্রেসের দখলে। ২০১৬-য় বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছিল। এ বার দু’দলের শীর্ষ নেতৃত্ব আলাদা লড়ার কথা বললেও আমতায় জোটের রাস্তায় হাঁটছেন স্থানীয় বাম ও কংগ্রেস নেতারা। তবে এ নিয়ে সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক বিপ্লব মজুমদার বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নই নেই। কোথাও জোট হচ্ছে বলে আমাদের কাছে খবরও নেই।’’ তবে, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র বলেন, ‘‘বহু মানুষ চাইছেন সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়াই করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE