Advertisement
E-Paper

২০০৮ থেকে এ রাজ্যে দলগত ভোটের ওঠানামা

গত ১০ বছরে গোটা রাজ্যে, বা প্রায় রাজ্য জুড়ে, ভোট হয়েছে ছ’টা। ২০০৮ সালে পঞ্চায়েত ভোট, ২০০৯ সালে লোকসভা ভোট, ২০১১ সালে বিধানসভা ভোট, ২০১৩ সালে পঞ্চায়েত ভোট, ২০১৪ সালে লোকসভা ভোট এবং ২০১৬ সালে বিধানসভা ভোট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৮ ১৯:৫৯

ভোট আসে ভোট যায়। কেউ ওঠে কেউ নামে। এটাই গণতন্ত্রের ধরন। এ ভাবেই মানুষের ইচ্ছে-অনিচ্ছে, সমর্থন-অসমর্থন, চাওয়া-পাওয়ার হিসেব প্রতিফলিত হয় ভোটের বাক্স বা যন্ত্রে।

গত ১০ বছরে গোটা রাজ্যে, বা প্রায় রাজ্য জুড়ে, ভোট হয়েছে ছ’টা। ২০০৮ সালে পঞ্চায়েত ভোট, ২০০৯ সালে লোকসভা ভোট, ২০১১ সালে বিধানসভা ভোট, ২০১৩ সালে পঞ্চায়েত ভোট, ২০১৪ সালে লোকসভা ভোট এবং ২০১৬ সালে বিধানসভা ভোট।

এই মুহূর্তে রাজ্যে প্রধান যুযুধান চার। শাসক দল তৃণমূল ছাড়া রয়েছে বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস। শেষ ১০ বছরের ছ’টা বড় ভোটে কারা কত শতাংশ করে ভোট পেয়েছে, সেই হিসেবই দেওয়া হল এখানে। দেখে নেওয়া যাবে সব পক্ষের ওঠানামার হিসেবও।

এখানে খেয়াল রাখতে হবে— ২০০৯ সালের লোকসভা ভোট এবং ২০১১ সালের বিধানসভা ভোটে জোট করে লড়েছিল তৃণমূল এবং কংগ্রেস। আবার ২০১৬-র বিধানসভা ভোটে আসন সমঝোতা করেছিল বামফ্রন্ট এবং কংগ্রেস।

West Bengal Panchayat Election 2018 West Bengal Election Results Percentage of Vote TMC Left Front BJP Congress Panchayat Poll পঞ্চায়েত নির্বাচন Election Results
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy