Advertisement
০৪ জুন ২০২৪
Panchayat Poll 2018

ঘুষ, জাল ছবি থেকে সতর্ক থাকার আর্জি মমতার

ভোটের দু’দিন আগেই আলিপুরদুয়ারে ‘নিয়ম বহির্ভূত’ ভাবে টাকা নিয়ে যেতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির দুই নেতা। মুখ্যমন্ত্রী অবশ্য সরাসরি সেই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

শান্তিতে পঞ্চায়েত ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শান্তিতে পঞ্চায়েত ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৪:০১
Share: Save:

ঘুষের প্রলোভন বা অশান্তির প্ররোচনা— কোনও ফাঁদেই পা না দিয়ে শান্তিতে পঞ্চায়েত ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের দু’দিন আগেই আলিপুরদুয়ারে ‘নিয়ম বহির্ভূত’ ভাবে টাকা নিয়ে যেতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির দুই নেতা। মুখ্যমন্ত্রী অবশ্য সরাসরি সেই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে রবিবার এবিপি আনন্দকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘এত অর্থ আসছে কোথা থেকে? অর্থ নিয়ে বাজারে কেনা-বেচা হয়। যারাই অর্থ নিয়ে বাজারে নামুক না কেন, প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। অর্থ পেলে প্রশাসন ধরবে। কারণ, ঘুষ দিয়ে ভোট হয় না।’’ এর পাশাপাশিই জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, কোনও অশান্তির প্ররোচনায় কান না দিয়ে নিশ্চিন্তে ভোট দিতে যান। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘অনেকে বাংলাদেশের ছবি দেখিয়ে জাল ভিডিয়ো ছড়াচ্ছে। আগে ভোজপুরী সিনেমার জাল ভিডিও ব্যবহার করে অশান্তি ছড়ানোর চক্রান্ত হয়েছিল। আমিই হই, বা যে-ই জাল ভিডিয়ো দিক, বিশ্বাস করবেন না। কাল সকাল থেকে প্ররোচনা ছড়ানোর জন্য জাল ভিডিয়ো তৈরি হচ্ছে। সেগুলো বিশ্বাস করবেন না।’’ তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, ‘‘নির্বাচন এক দিন হয়। তার পর মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ভাবে গ্রামে বাস করে।’’

বিরোধীরা অবশ্য ভোটের আগে প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের সক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব এ দিন জানিয়েছেন, মোট ১৫১টি অভিযোগ কমিশনের কাছে পাঠানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটের আগেই এলাকায় ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কমিশন বলছে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু পুলিশ কিছু করছে না। রবীনবাবুর বক্তব্য, ‘‘আদালত নিরাপত্তার ভার দিয়েছে কমিশনকে। কিন্তু সেই নির্দেশ কমিশন মানছে না।’’ একই ভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘ভোটের দিনই তো শুধু নিরাপত্তার প্রশ্ন থাকে না। তার আগেও অনেক কিছু হয়। সেই ব্যাপারে কোনও নির্দিষ্ট পদক্ষেপ হলই না!’’ বিজেপির শমীক ভট্টাচার্যদের অভিযোগ, ভোটের আগে সব দল মিলিয়ে এখনও পর্যন্ত ৩৬ জন মারা গিয়েছেন। তাঁদের মতে, ‘‘রাজ্যে গণতন্ত্র থাকবে কি না, সেটাই এখন প্রশ্ন।’’

কমিশন অবশ্য এ দিন কালনার ৯৯ নম্বর বুথে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ পেয়ে ওই ক্রমিক নম্বরগুলি বাদ রাখার জন্য পূর্ব বর্ধমানের জেলাশাসককে নির্দেশ দিয়েছে। কোন কোন ব্যালট বাতিল হয়েছে, এলাকায় মাইকে তা প্রচার করতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE