Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুলিশের কাছে দরবার প্রাক্তন পুলিশের

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দলের বীভৎস সন্ত্রাস চলছে বিজেপি কর্মীদের উপর। বহু জায়গাতেই বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি। জমা পড়া মনোনয়ন প্রত্যাহার করাতেও চাপ দেওয়া হচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০৩:৫৫
Share: Save:

পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগ নিয়ে পুলিশের উপর চাপ বাড়াতে অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের নামাল বিজেপি। দলের প্রশাসনিক সেলের আহ্বায়ক প্রাক্তন আইপিএস দেবকুমার মুখোপাধ্যায়, আর কে হান্ডা-সহ পাঁচ জন অবসরপ্রাপ্ত পুলিশকর্তা সোমবার হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন এববং চন্দননগরের কমিশনার অজয় কুমারের সঙ্গে দেখা করেন। দু’জনের কাছেই তাঁরা অভিযোগ করেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দলের বীভৎস সন্ত্রাস চলছে বিজেপি কর্মীদের উপর। বহু জায়গাতেই বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি। জমা পড়া মনোনয়ন প্রত্যাহার করাতেও চাপ দেওয়া হচ্ছে। এর প্রতিকার পেতে পুলিশের নিরপেক্ষ সহযোগিতা দাবি করেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা। দেবকুমারবাবুর কথায়, ‘‘এসপি এবং চন্দননগরের কমিশনার আমাদের আশ্বাস দিয়েছেন, প্রতিকার মিলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE