Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জোড়া মেধা-তালিকায় বঙ্গ মেধার বিচ্ছুরণ

দু’টি পরীক্ষায় প্রথম তিনে রয়েছেন এই রাজ্যের ৩১ জন পড়ুয়া। আইএসসি-তে এ রাজ্যের পড়ুয়ার প্রথম হওয়ার পাশাপাশি আইসিএসই-তে দ্বিতীয়দের মধ্যে রয়েছে বাংলার তিন জন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০৩:৪১
Share: Save:

সিবিএসই দ্বাদশ ও দশমে তাক লাগিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশ। আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় দাপট দেখাল পশ্চিমবঙ্গ। এ বার একটিতে শীর্ষ স্থান-সহ এই দুই পরীক্ষার মেধা-তালিকায় বাংলার পড়ুয়ারা রয়েছেন বিপুল সংখ্যায়। আইএসসি-তে ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে যুগ্ম প্রথম হয়েছেন লা মার্টিনিয়ার ফর বয়েজের দেবাংকুমার আগরওয়াল।

আইএসসি পরীক্ষার ইতিহাসে এই প্রথম দুই পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেলেন।

দু’টি পরীক্ষায় প্রথম তিনে রয়েছেন এই রাজ্যের ৩১ জন পড়ুয়া। আইএসসি-তে এ রাজ্যের পড়ুয়ার প্রথম হওয়ার পাশাপাশি আইসিএসই-তে দ্বিতীয়দের মধ্যে রয়েছে বাংলার তিন জন। গার্ডেন হাইস্কুলের অন্বেষা চট্টোপাধ্যায়, দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের অভি শরাফ এবং কাঁকুড়গাছি পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের রাজ ঘোষ। তিন জনেই পেয়েছে ৯৯.৪০ শতাংশ নম্বর। তৃতীয়দের মধ্যে রয়েছে এ রাজ্যের আট জন। পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের উপায়ন দে, গার্ডেন হাইস্কুলের তিয়াসা চন্দ্র, লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের রাহুল বন্দ্যোপাধ্যায় ঘোষ, ব্যান্ডেলের ডন বস্কো স্কুলের শৌনক বসু, ব্যারাকপুর সেন্ট অগাস্টিনস ডে স্কুলের স্বপ্নেশ সিংহ, কলকাতার ডব্লিউডব্লিউএ কাশীপুর ইংলিশ স্কুলের ঈশিকা চন্দ্র, বরাহনগর সেন্ট্রাল মডেল স্কুলের সংলাপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার অগ্রসেন বালিকা শিক্ষা সদনের রত্না নাংলিয়া। এদের প্রত্যেকেই পেয়েছে ৯৯.২০ শতাংশ নম্বর।

১০০ শতাংশ নম্বর পেয়ে আইএসসি-তে দেবাংয়ের সঙ্গে যুগ্ম প্রথম বেঙ্গালুরুর মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের বিভা স্বামীনাথন। আইএসসি-র মেধা-তালিকায় দ্বিতীয়দের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের চার জন। আমতলার কে ই কারমেল স্কুলের দেবদূত মণ্ডল, কলকাতার অক্সিলিয়াম কনভেন্টের দিমিত্রি মল্লিক, কলকাতার ডব্লিউডব্লিউএ কাশীপুর ইংলিশ স্কুলের নির্ঝর দাস, সল্টলেকের আওয়ার লেডি কুইন অব দ্য মিশনস স্কুলের খুশি দাগা। প্রত্যেকেই পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ নম্বর। ৯৯.৫০ শতাংশ পেয়ে এ রাজ্যের ১৫ জন রয়েছেন তৃতীয় স্থানে।

আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানান, এ বছর আইসিএসই-তে পাশের হার ৯৮.৫৪ শতাংশ। আইএসসি-তে ৯৬.৫২ শতাংশ। দু’টি ক্ষেত্রেই ছাত্রীদের পাশের হার বেশি। আইসিএসই-তে পরীক্ষার্থী ছিল এক লক্ষ ৯৬ হাজার ২৭১ জন। আইএসসি-তে পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ৭১৩। এ বারেই প্রথম কম্পার্টমেন্টাল পরীক্ষা চালু করছে বোর্ড। এর ফলে অকৃতকার্য পরীক্ষার্থীদের এ বছরেই পরীক্ষা দিয়ে পাশের সুযোগ থাকছে। স্কুলে স্কুলে আইএসসি পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট পাঠানো হবে আজ, বুধবার। আইসিএসই মার্কশিট এবং সার্টিফিকেট পাঠানো হবে শনিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISC ISC topper Merit List
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE