ধৃত মৎস্যজীবী প্রণব মণ্ডলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ ‘কারেন্ট জাল’ দিয়ে মাছ ধরার অভিযোগে আরও একটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার সকালে বাংলাদেশের আদালতে হাজির করানোর পরে প্রণবকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। রাজশাহির চারঘাট থানার পুলিশ জানিয়েছে, সুস্থ আছেন তিনি।
হেড কনস্টেবল বিজয়ভান সিংহের মৃত্যুর ঘটনায় মুর্শিদাবাদের জলঙ্গি থানায় বিজিবি-র বিরুদ্ধে খুনের মামলা করেছে বিএসএফ। বৃহস্পতিবার পদ্মায় আন্তর্জাতিক জলসীমায় প্রণব ও তাঁর সঙ্গী দুই মৎস্যজীবীকে আটক করা নিয়ে বিজিবি-র সঙ্গে গোলমাল বাধে বিএসএফের। সঙ্গী দুই ধীবর ফিরতে পারলেও প্রণবকে ছাড়েনি বিজিবি। বাংলাদেশের সীমান্তরক্ষীদের গুলিতে বিজয়ভান মারা যান বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন বিএসএফের আরও এক জওয়ান। যদিও গত কাল পর্যন্ত বিজিবি বলেছে, তারা শূন্যে গুলি চালিয়েছিল। কোনও মৃত্যু সম্পর্কে তারা নিশ্চিত নয়। বিজিবি-র স্থানীয় কমান্ডার ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ অবশ্য বলেছেন, ‘‘এমন ঘটনা ঘটে থাকলে তা অনভিপ্রেত এবং দুঃখজনক।’’
বিএসএফ ও বিজিবি-র মধ্যে পুরনো টানাপড়েনের জেরেই গত কালের ঘটনা ঘটেছে বলে অনেকের মত। সূত্রের বক্তব্য, দিন পনেরো আগে চারঘাট এলাকা থেকে আসা মৎস্যজীবীদের একটি নৌকা আটক করেছিল জলঙ্গির চর কাকমারি ক্যাম্পের বিএসএফ। সেই নৌকা ফেরত চেয়ে পরের দিনই