দক্ষিণ কলকাতায় নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিল পাশ হল রাজ্য বিধানসভায়। ভবানীপুর ইনষ্টিটিউশন পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি’। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার অধিবেশনে বিল পেশ করে শিক্ষার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগের বিবরণ দিয়েছেন। বিল নিয়ে আলোচনায় বিরোধীদের তরফে বক্তৃতা করেছেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপকুমার দাস ও শঙ্কর ঘোষ। সরকার পক্ষের তরফে শিক্ষামন্ত্রী ছাড়াও বিধায়ক দেবাশিস কুমার, সুশান্ত মাহাতো বক্তা ছিলেন। বিধানসভার অধিবেশন শেষে হয়েছে এ দিনই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)