পুজোর মধ্যে নিউটাউনে পথ দুর্ঘটনা। দশমীতে ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বাইক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক চালকের। জখম আরোহী।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক জয় দাসের বাড়ি গড়িয়ায়। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জখম আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মত্ত অবস্থায় ওই যুবক বাইক চালাচ্ছিলেন বলে অনুমান।
আরও পড়ুন:
দুর্ঘটনাগ্রস্ত বাইক। নিজস্ব চিত্র।
সূত্রের খবর, নিউটাউনে ইকো পার্ক এলাকায় বাইক দুর্ঘটনা ঘটেছে। রামমন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। তার পরই একটি খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটা মাত্রই অকুস্থলে পৌঁছন পথচলতি মানুষরা। তাঁরাই প্রথমে থানায় খবর দেন।
বেপরোয়া গতির কারণেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।