মদন তামাঙ্গকে খুনের অভিযোগ থেকে রেহাই পেলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ।
এই মামলার চার্জশিটে ৪৮ জনের নাম ছিল। সকলেই নিজেদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার আর্জি জানান আদালতে। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই জানিয়ে দিলেন, গুরুঙ্গকে অব্যাহতি দেওয়া হল। তবে বাকি ৪৭ জনের বিরুদ্ধে চার্জগঠন হবে ২৮ অগস্ট।
২০১০-এর ২১ মে মদনকে খুন করা হয়। তদন্ত শেষে প্রথমে চার্জশিট দেয় সিআইডি। বিমলের নাম ছিল না তাতে। পরে সিবিআই-ও চার্জশিট দেয়। তাতেও তাঁর নাম ছিল না। এমনকী, নাম ছিল না এফআইআর-এও। নগর দায়রা আদালতে বিমলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আরও তদন্ত করতে গিয়ে বিমলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও খুনের কোন প্রমাণ পেল সিবিআই?