Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Biman Basu

রাজনীতির কথা মঠে, ক্ষুব্ধ বিমান

বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি বিমান।

স্মরণসভায় বাম নেতা নৃপেন চৌধুরী, বিমান বসু, পাশে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।

স্মরণসভায় বাম নেতা নৃপেন চৌধুরী, বিমান বসু, পাশে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০২:৩৬
Share: Save:

তাঁর দেড় দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠকে রাজনীতির ‘আখড়া’ করে তোলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বাম সাংসদ মহম্মদ সেলিম। সোমবার, সে প্রশ্ন ফের উঠে এল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কথায়। এ দিন, বহরমপুরে এসে দলের সদ্য-প্রয়াত নেতা মৃগাঙ্ক ভট্টাচার্ষের স্মরণ সভায় বিমান বলেন, ‘‘তিনি (প্রধানমমন্ত্রী) বেলুড় মঠকে রাজনীতির আখড়া করলেন কেন, বিজেপি কি জবাব দেবে? মঠ-মন্দির-মসজিদ-গির্জাকে রাজনীতির আখড়া করে তোলার পথ দেখালেন কে?’’ বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি বিমান। কেন? মঞ্চ থেকে নেমে তাঁর জবাব, ‘‘তৃণমূলের প্রতি কোনও নরম মনোভাব নেই। আমরা চাই, বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাই এক মঞ্চে শামিল হোক।’’

তবে প্রয়াত বাম নেতার স্মরণসভায় বিমান বসুর পাশেই দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা সুবোধ দাসকে। ছিলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী, এসইউসি-র আনিসুল আম্বিয়া-সহ অনেককেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belur Math Biman Basu Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE