বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে দলের কর্মীদের জানিয়ে দিলেন, আগামী বিধানসভা ভোটে ‘ভয়ঙ্কর খেলা’ হতে চলেছে বীরভূমে।
সোমবার বীরভূমের হেতমপুরে তৃণমূলের জনসভায় বিজেপির উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘সাবধান। আমি নোংরামির রাজনীতি করি না। কিন্তু যদি আপনি করেন, আমি রাজি আছি। খুনের রাজনীতি করবেন না। হুঁশিয়ারি দিলাম।’’
সোমবার রাতে বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষের খুনের প্রসঙ্গ এসেছে অনুব্রতের বক্তৃতায়। তিনি বলেন, ‘‘যদি কোনও বিজেপি কর্মী ভেবে নেন, আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি অনুব্রত মণ্ডল। আমি মৃত্যুর ভয় করি না। কোনও কর্মীর গায়ে হাত পড়লে এক বিন্দু ছাড়ব না।’’