প্রবল ঝোড়ে বাতাসে ওল্ড দিঘার বিশ্ববাংলা উদ্যানের বিশ্ব বাংলা লোগো দেওয়া গ্লোবটি রবিবার ভেঙে পড়েছে।
দিঘাকে সুন্দর করে সাজিয়ে তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামত কয়েক বছর ধরেই সৌন্দর্যায়নের কাজ চলছে। তারই অঙ্গ হিসাবে পুরনো দিঘায় একটি পার্ক তৈরি করে বসানো হয়েছিল বিশ্ব বাংলার লোগো। চারপাশ সুন্দর করে সাজানো, রাতে বিশ্ব বাংলার লোগোয় নানা রঙের আলোর ছটায় পরনো দিঘার ওই এলাকা মোহময় হয়ে উঠত বলে পর্যটক থেকে স্থানীয় দোকানদার সকলেরই অভিমত। বিশ্ববাংলার ওই গ্লোব দিঘার সৌন্দর্যায়নের প্রতীক হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়া থেকে পর্যটকদের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। পর্যটকদের কাছে দিঘায় অন্যতম দেখার জিনিস হয়ে উঠেছিল বিশ্ব বাংলার গ্লোব। এখানে বেড়াতে এসেছেন অথচ বিশ্ববাংলা উদ্যানে লোগোর সামনে দাঁড়িয়ে ছবি, নিজস্ব তোলেননি এমন পর্যটক মেলা ভার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লোহার স্তম্ভের উপর বিশ্ব বাংলার লোগোটি লাগানো ছিল। গ্লোবের চারদিকে রয়েছে ফোয়ারা। রবিবার সকাল ১০টা নাগাদ প্বল ঝোড়ো হাওয়ার দাপটে উদ্যানের ওই গ্লোবটি ভেঙে উল্টে পড়ে। গত কয়েকদিন ধরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে দমকা বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তার উপর নাগাড়ে ঝিরঝিরে বৃষ্টিতে বিশ্ববাংলার উদ্যানে পর্যটক তেমন ছিল না। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বিশ্ব বাংলার ওই লোহার দণ্ডে মরচে পড়েছিল। সম্ভবত সেই কারণেই সেটি ভেঙে পড়েছে।