Advertisement
E-Paper

তৃণমূল নয়, বিরোধী ভোটবাক্স ভাঙতে পরস্পরকে আক্রমণ কংগ্রেস-বিজেপির! কালীগঞ্জের উপনির্বাচনে সাগরদিঘির স্মৃতি

কংগ্রেসের সঙ্গে জোট ধরে রাখতে কালীগঞ্জ আসনটি বামফ্রন্ট ছেড়ে দিয়েছে হাত প্রতীককে। তাই সর্বভারতীয় কংগ্রেসের অনুমোদন নিয়ে কালীগঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৬:২০

—ফাইল চিত্র।

আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। দখলে থাকা আসন ধরে রাখতে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের উপরই ভরসা রেখেছে তৃণমূল। অন্য দিকে, পরস্পরের ভোটব্যাঙ্কে ভাঙন ধরিয়ে শাসকদলকে লড়াই দিতে চাইছে বিজেপি এবং কংগ্রেস। এ ক্ষেত্রে পরস্পরকে তৃণমূল ঘনিষ্ঠ বলে প্রমাণে মরিয়া দুই পক্ষ। কংগ্রেস-বিজেপির এমন লড়াইয়ে ঘুরেফিরে আসছে সাগরদিঘি উপনির্বাচনের স্মৃতি। সেই উপনির্বাচনে রাজ্য রাজনীতির কুশীলবদের চমকে দিয়ে জয়ী হন তৎকালীন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই তিনি যোগদান করেন তৃণমূলে। তাই কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর থেকে বিরোধী ভোট ছিনিয়ে আনতে বাইরনকে হাতিয়ার করছে বিজেপি। অন্য দিকে, কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের জোটকে তুলে ধরে ভোটের ফসল ঘরে তুলতে চাইছে কংগ্রেস।

কংগ্রেসের সঙ্গে জোট ধরে রাখতে কালীগঞ্জ আসনটি বামফ্রন্ট ছেড়ে দিয়েছে হাত প্রতীককে। তাই সর্বভারতীয় কংগ্রেসের অনুমোদন নিয়ে কালীগঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ। যেহেতু সাগরদিঘির মতোই এই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দিয়েছে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট, তাই কৌশলে বিজেপি সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বাইরনের তৃণমূলে যোগদানের বিষয়টি তুলে ধরতে চাইছে কালীগঞ্জের প্রচারে। শুধু বাইরনই নন, ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে কালীগঞ্জ থেকে জিতে তৃণমূলে চলে যাওয়া শেখ হাসানুজ্জামানের প্রসঙ্গও তুলে ধরছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারে তিনি বলেছেন, ‘‘বিজেপি কালীগঞ্জে যে ভোট পায়, সেই ভোট আমরা পুরোটাই পাব। তাই আমি অন্য বিরোধী ভোটারদের বলছি, যদি তৃণমূলকে হারাতে হয়, তা হলে হাসানুজ্জামান কিংবা বাইরনের মতো কাবিলউদ্দিনকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না।’’

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল প্রার্থী তথা বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে হারিয়ে জয়ী হন কংগ্রেসের হাসানুজ্জামান। কয়েক বছরের মধ্যেই দলবদল করে তিনি চলে যান তৃণমূলে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি কালীগঞ্জের বদলে প্রার্থী হন বেলডাঙ্গা থেকে। সেখান থেকেই জিতে বর্তমানে বিধানসভার সদস্য হাসানুজ্জামান। আর ২০২২ সালে ডিসেম্বর মাসে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিজয়ী হন। তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২২ হাজার ৯৮০ ভোটে পরাজিত করেন। মার্চ মাসে তিনি শপথগ্রহণ করেন এবং কংগ্রেসের একমাত্র বিধায়ক হিসাবে রাজ্য বিধানসভার সদস্য হন। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম কোনও আসনে জয় পায়নি। সেখানে সাগরদিঘির জয় ‘সাগরদিঘি মডেল’ নামে একটি নতুন রাজনীতির উদাহরণ হয়ে উঠেছিল। তবে মাত্র তিন মাসের মধ্যে ২০২৩ সালের ২৯ মে দুপুরে তিনি তৃণমূলে যোগ দেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নবজোয়ার যাত্রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শাসকদলের পতাকা হাতে তুলে নেন। এর ফলে রাজ্য কংগ্রেস একমাত্র বিধায়কও হারায়, ফলে তারা আবারও বিধানসভায় ‘শূন্য’ হয়ে যায়।

কালীগঞ্জ উপনির্বাচনে তাই কংগ্রেসের ভোট নিজেদের দিকে টানতে বিজেপি হাতিয়ার করছে সাগরদিঘির কংগ্রেস বিধায়কের দলবদলের প্রসঙ্গটি। তবে পাল্টা আঘাত হানছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, বিজেপি প্রার্থী আশিস ঘোষ বর্তমানে কালীগঞ্জ বিধানসভার অধীন দেবগ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সঞ্চালক পদে রয়েছেন। সেই দেবগ্রাম পঞ্চায়েত আবার তৃণমূল-বিজেপির যৌথ ভাবে পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েত। তিনি বলেছেন, ‘‘কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ হলেন তৃণমূল ও বিজেপি দ্বারা যৌথ ভাবে পরিচালিত দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রাণিসম্পদ সঞ্চালক। এ কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে, তৃণমূল ও বিজেপি হল একই মুদ্রার দুটো পিঠ। এর থেকেই বোঝা যায় আগুন লাগাচ্ছে কারা এবং দেশলাই এগিয়ে দিচ্ছে কারা! আমি কালীগঞ্জের সচেতন ভোটারদের কাছে আবেদন করছি, তৃণমূল ও বিজেপির এই ছদ্ম লড়াইয়ের মুখোশ খুলে দিন।’’

By Eelction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy