দলের সাংগঠনিক বৈঠকে ঠিক হয়েছিল, ১৫ অগস্টের মধ্যে তৈরি করতে হবে জেলা কমিটি। সেই সময়সীমা পার করে, মঙ্গলবার রাতে ঘোষণা হল বিজেপির জেলা কমিটি। রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৬টির ক্ষেত্রে এ দিন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য নেতৃত্বই এই কমিটি ঘোষণা করেছেন। কলকাতা উত্তর, উত্তর শহরতলি, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বারাসত, ব্যারাকপুর, হাওড়া সদর সাংগঠনিক জেলার উপরে আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার যাবতীয় জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সাতটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলির কমিটি ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা, কমিটিতে রদবদলের পরে অতীতে বিজেপিতে সংগঠনের অন্দরে ক্ষোভের ‘দৃষ্টান্ত’ দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে সেই ক্ষোভের আঁচ যাতে কোনও রকম ভাবে না-পড়ে, সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সাত সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা স্থগিত রাখা হল কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)