বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিএইএসি এবং বিদ্যুৎ ভবন অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের দাবি, রাজ্যের বিদ্যুৎ পর্ষদ (ডব্লিউবিডিসিএল) এলাকায় বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহার করতে হবে। মুরলীধর সেন লেনে বিজেপির সাবেক রাজ্য দফতরে বুধবার শুভেন্দু জানান, কলকাতা পুরসভায় বিজেপির নেত্রী মীনাদেবী পুরোহিতের নেতৃত্বে বিজেপির পুর-প্রতিনিধিরা সিইএসসি ভবনে গিয়ে বিজেপির দাবি জানিয়ে আসবেন। তাতে কাজ না হলে আগামী ৮ জুলাইয়ের পরে ভিক্টোরিয়া হাউজ় অভিযান করা হবে। বিরোধী দলনেতাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। তাতেও কাজ না হলে আগামী ১৫ জুলাইয়ের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)