প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় লোক নিয়ে যাওয়ার জোগাড়ে এখন ব্যস্ত উত্তরবঙ্গের চার জেলার বিজেপি শিবির। আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সরকারি বৈঠক এবং দলীয় জনসভা হওয়ার কথা। আলিপুরদুয়ার ছাড়াও, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে কী ভাবে কর্মী-সমর্থকদের আনা হবে, তা নিয়ে বৈঠক করছেন জেলা নেতারা।
পুলিশ সূত্রের খবর, ফাঁকা থাকলে প্যারেড গ্রাউন্ডে লাখ দুয়েক লোক ধরতে পারে।প্রধানমন্ত্রীর সভা এবং নিরাপত্তার ব্যবস্থাপনায় প্রায় অর্ধেক মাঠ নিতে হতে পারে। একাধিক মঞ্চ, একাধিক হেলিপ্যাড, সভার জায়গা এবং মঞ্চের সামনে নিরাপত্তা সংক্রান্ত নজরদারির জন্য জায়গা লাগতে পারে। মাঠের বাকি অংশে ৬০-৭০ হাজার লোক ধরতে পারে। বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার দাবি, লক্ষাধিক লোক হবে।
বিজেপি-র রাজ্য নেতৃত্বের একাংশ রয়েছেন উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে বিজেপির বুথ স্তরের নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট বুথ থেকে কত জন সভায় যেতে পারেন। কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার যে অংশ বা বিধানসভা আলিপুরদুয়ার লাগোয়া, সেখানকার সব বুথ থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাবে বিজেপি। জলপাইগুড়িতে ৭০০ বুথে গাড়ি দেওয়া হচ্ছে। যে বুথে বিজেপির সংগঠন ভাল, সেখান থেকে ৫০ বা তার বেশি, যে বুথে সংগঠন ভাল নয় সেখান থেকে ন্যূনতম ২০ জন করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। কোচবিহার থেকে ২৫ হাজার কর্মী-সমর্থক যেতে পারেন ধরে গাড়ি জোগাড় হচ্ছে। দার্জিলিং জেলা থেকে হাজার পাঁচেক লোক নিয়ে যাওয়ার প্রস্তুতি হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)