বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বারেবারেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। এ বার তারা সরব হল বাংলাদেশের যশোরে সাম্প্রতিক ঘটনা নিয়ে। চার মতুয়া বিধায়ককে সঙ্গে নিয়ে শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাবিপত্র দিয়ে তাঁর অভিযোগ, বাংলাদেশের অভয়নগর, যশোরে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। চলছে সম্পত্তি লুট, পরিচয়পত্র, শিক্ষাগত শংসাপত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু। তাঁর সংযোজন, “আমরা আজ এখানে আসব বলে, অনুমতি চাওয়ার সময়ে খোঁজ নেওয়া হয়েছিল কী বিষয়। তার পরে থেকে বাংলাদেশে এখনও পর্যন্ত ৭ জন গ্রেফতার হয়েছে। অর্থাৎ আমাদের চাপেই ব্যবস্থা নেওয়া হয়েছে।” এরই সঙ্গে, ডেপুটি হাইকমিশন থেকে অনুমতি নিয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে দু’জন মতুয়া বিধায়ক যশোরে গিয়ে সংখ্যালঘুদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)