প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবার দমদমে সমাবেশ করার কথা। সেই সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বুধবার উত্তর কলকাতা সাংগঠনিক জেলার ডাকে লেবুতলায় সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে বিশ্বের জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের প্রধানমন্ত্রী বৃহত্তর কলকাতার দমদমে আসছেন। আমরা চ্যালেঞ্জ নিয়েছি, শুধু কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে লক্ষাধিক মানুষের জমায়েত করব। আপনাদের হাজারে হাজারে সে দিন সপরিবারে ওই দিন মোদীজি’র সভায় উপস্থিত থাকতে হবে।”
অন্য দিকে, নবান্ন অভিযানে অশান্তি পাকানোর অভিযোগে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছিল বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষকে। কিন্তু পুলিশের সেই হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। থানায় এ দিন হাজিরার কথা থাকলেও তিনি যাননি। তমোঘ্ন বলেন, “হাই কোর্টে গিয়েছি। মামলাটি আদালত গ্রহণ করেছে। আদালতে মামলা চলায় আমি আজ হাজিরা দিতে যাইনি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)