Advertisement
E-Paper

এত দ্রুত আয়োজন সম্ভব নয়, মোদীর ৮ ফেব্রুয়ারির ব্রিগেড সভা বাতিল করল বিজেপি

৮ ফেব্রুয়ারি ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা আয়োজনের দরকার নেই বলে অমিত শাহই জানিয়ে দিয়েছেন, খবর রাজ্য বিজেপি সূত্রের। কিন্তু কেন এই পিছিয়ে আসে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৬:৪৯
শলাপরামর্শ। অমিত শাহ ও নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

শলাপরামর্শ। অমিত শাহ ও নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

বাতিল হয়ে গেল ৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে ওই দিন ব্রিগেডে জনসভা করার কথা ছিল বিজেপির। কিন্তু এর আগেও যেমন মোদী এবং অমিত শাহের একাধিক সভার তারিখ ঘোষণা করে পরে পিছু হঠেছে বিজেপি, এ বারেও তেমনই হল। ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা আয়োজনের দরকার নেই বলে অমিত শাহই জানিয়ে দিয়েছেন, খবর রাজ্য বিজেপি সূত্রের।

১৯ জানুয়ারি গোটা দেশের প্রায় সব উল্লেখযোগ্য অ-বিজেপি শক্তিকে ব্রিগেডে হাজির করে মেগা সমাবেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করতে চলেছে রাজ্য বামফ্রন্ট। সব শেষে ৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী সভা করবেন বলে বিজেপি জানিয়েছিল।

আর কংগ্রেস জানিয়ে দিয়েছিল, ব্রিগেডে সমাবেশ করার কোনও পরিকল্পনা আপাতত তাদের নেই। কিন্তু তৃণমূলের সমাবেশ মিটে যাওয়ার পরে জানা গেল, আপাতত সমাবেশের পরিকল্পনা বিজেপি-রও নেই। মার্চে মোদী ব্রিগেডে আসতে পারেন। তবে ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ হচ্ছে।

আরও পড়ুন: কানহাইয়াকে চাই, ব্রিগেড ভাবনায় বাম

প্রথমে স্থির হয়েছিল, রাজ্যের তিন প্রান্ত থেকে বিজেপ র তিনটি রথ বেরোবে। ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার অঙ্গ হিসেবে নির্দিষ্ট রুট পরিক্রমা করে তিন রথই কলকাতায় পৌঁছবে। তার পরে ওই যাত্রার সমাপ্তি কর্মসূচি হিসেবে জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড়সড় সমাবেশ হবে। কিন্তু যাত্রার অনুমতি পাওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতায় যাত্রার তারিখ দফায় দফায় পিছতে থাকে। মোদীর ব্রিগেড সমাবেশের সম্ভাব্য তারিখও পিছতে থাকে।

গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি আদায় করতে প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে গিয়েছিল বিজেপি। তার পরে ডিভিশন বেঞ্চে যায় তারা। সব শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয় বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত যাত্রার অনুমতি মেলেনি। রাজ্য প্রশাসনের কাছে নতুন করে আবেদন করতে বলা হয় বিজেপি-কে।

কিন্তু বিজেপি আর আবেদন করেনি। গণতন্ত্র বাঁচাও যাত্রার পরিকল্পনা বাতিল করে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে গণতন্ত্র বাঁচাও সভা করার পরিকল্পনা গৃহীত হয়। তার অঙ্গ হিসেবেই মালদহ, ঝাড়গ্রাম এবং সিউড়িতে বিজেপি সভাপতি অমিত শাহের সভা নির্ধারিত হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীও বাংলায় ব্রিগেড-সহ মোট পাঁচটি সভা করবেন বলেও বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব রাজ্য বিজেপি-কে জানায়।

আরও পড়ুন: রাজ্যে আলো-পার্ক প্রচুর, বেহাল জল ও রাস্তা, বলছে রিপোর্ট

নরেন্দ্র মোদীর কর্মসূচির বিষয়ে আলোচনা করতে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সহকারী সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ বৈঠকে ছিলেন। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মুকুল রায় এবং রাজ্য বিজেপির অন্য সাধারণ সম্পাদকরা। সেই বৈঠকে স্থির হয় যে, ব্রিগেড সমাবেশের উপরেই আপাতত সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। ব্রিগেডের আগে যে হেতু অমিত শাহ তিনটি সভা করে যাচ্ছেন বাংলার নানা প্রান্তে, সে হেতু জেলায় জেলায় আপাতত প্রধানমন্ত্রীর সভা আয়োজনের দরকার নেই।

২২ ও ২৩ জানুয়ারি মালদহ, ঝাড়গ্রাম ও সিউড়িতে অমিত শাহের তিন সভা এবং ২৪ জানুয়ারি কৃষ্ণনগর ও জয়নগরে স্মৃতি ইরানির দুই সভার প্রস্তুতি নেওয়ার পরে যদি রাজ্যের আরও চারটি প্রান্তে প্রধানমন্ত্রীর সমাবেশের আয়োজন করতে হয়, তা হলে ব্রিগেডের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়বে— দলের কেন্দ্রীয় নেতৃত্বকে রবিবার সন্ধ্যায় এমনই জানিয়ে দেন রাজ্য নেতারা। রাজ্যের সেই সিদ্ধান্তের কথা রবিবার রাতেই অমিত শাহকে জানান বাংলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু কৈলাসকে অমিত শাহ জানিয়ে দেন যে, ব্রিগেডে সমাবেশের প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাওয়া যাচ্ছে না বলে যদি মনে হয়, তা হলে ব্রিগেডে এখন সভা করার দরকার নেই। আপাতত শিলিগুড়ি, ঠাকুরনগর এবং আসানসোলে নরেন্দ্র মোদীর সভার আয়োজন করা হোক। ব্রিগেড পরে হবে।

আরও পড়ুন: মিছিলে প্রৌঢ়, হাতে ৩৪ বছরের পুরনো পতাকা

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্য বিজেপি আপাতত ব্রিগেডে মোদীর সমাবেশ আয়োজন করছে না। ২৮ জানুয়ারি শিলিগুড়ি বা জলপাইগুড়িতে, ৩১ জানুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে এবং ২ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের আসানসোলে নরেন্দ্র মোদী জনসভা করবেন বলে স্থির হয়েছে। যে তারিখে ব্রিগেডে সমাবেশ হওয়ার কথা ছিল, সেই ৮ ফেব্রুয়ারি-তেও নরেন্দ্র মোদী বাংলায় আসবেন এবং একটি জনসভা করবেন বলে বিজেপি জানিয়েছে। কিন্তু সেই সভাটি কোথায় হবে, তা এখনও স্থির হয়নি।

নরেন্দ্র মোদী কি তা হলে ব্রিগেডে জনসভা করবেন না? রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বললেন, ‘‘অবশ্যই করবেন। তবে পরে।’’ কবে হতে পারে মোদীর ব্রিগেড সমাবেশ? সায়ন্তন বললেন, ‘‘ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে। তার পরে উচ্চ মাধ্যমিক। সব শেষ হওয়ার পরে মার্চের দ্বিতীয় সপ্তাহে নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে আসতে পারেন। সে ক্ষেত্রে সেইসমাবেশের মধ্যে দিয়েই মোদীজি আনুষ্ঠানিক ভাবে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করবেন।’’

তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই জনসভার আয়োজন করে ফেলতে চাইছে বিজেপি। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যে সাত-আটটি কেন্দ্রে সভা করবেন, সেগুলি বাদ রেখে অন্যান্য কেন্দ্রে সভা করতে আসবেন রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, যোগী আদিত্যনাথ, বিপ্লব দেব, দেবেন্দ্র ফডণবীস, রঘুবর দাস

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেররাজ্যবিভাগে।)

BJP বিজেপি Amit Shah Narendra Modi Brigade India Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy