রাজ্যের হাসপাতালগুলিতে এখনকার গোলমালকে সরাসরি ‘সাম্প্রদায়িক’ তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, হামলাকারীরা সেই সম্প্রদায়ভুক্ত, রাজ্যে যাদের ২৭%ভোট রয়েছে। হাসপাতাল-সহ রাজ্যে যে কোনও গোলমালের নেপথ্যেই ওই বিশেষ সম্প্রদায় রয়েছে বলে তাঁর অভিযোগ।
মঙ্গলবার বিজেপি নেতা মুকুল রায়ও ডাক্তার নিগ্রহের পিছনে একটি বিশেষ সম্প্রদায়ের হাত রয়েছে বলে মন্তব্য করেন। আরও এক ধাপ এগিয়ে বুধবার দিলীপবাবু বলেন, ‘‘তৃণমূল সরকার ওই সম্প্রদায়কে দিয়ে অপরাধ করাচ্ছে। ওদের কাছে অনুরোধ, তৃণমূলের পাতা ফাঁদে পা দেবেন না।’’ তাঁর বক্তব্য, ‘‘সমাজের সেই বিশেষ সম্প্রদায়ের লোকেরা আক্রমণ করেছে, যারা দুধেল গরু। যাদের লাথি খেতে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) পছন্দ করেন।’’ জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘অপরাধীর কোনও জাত-ধর্ম থাকে না। অপরাধী সমাজের শত্রু। ভাটপাড়ায় যে দু’জন খুন হয়েছেন তাঁদের তো কোনও সম্প্রদায়ের লোক বলছি না আমরা। এই যে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা হচ্ছে, তা না করে তৃণমূলের নামে দোষ না দিয়ে বাংলার কৃষ্টির পরিপন্থী কথা বলা বন্ধ করুন বিজেপি নেতারা।’’
বিজেপির এই ধরনের সংকীর্ণ, সাম্প্রদায়িক বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস ও সিপিএম। এ দিন রাতে জুনিয়র ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকেও বিবৃতিতে বিজেপির অবস্থানকে ‘ধিক্কার’ জানিয়ে বলা হয়েছে, ‘যারা আক্রমণ করে তারা সমাজের দুষ্কৃতী। এখানে কোনও জাতি-ধর্মের বিচার নয়।’