দরজায় কড়া নাড়ছে কঠিন ম্যাচ! তার আগে দলের মাঝমাঠকে নিষ্ক্রিয় করে রাখায় ক্ষোভ উগরে দিলেন ‘কোচ’ মঙ্গল পাণ্ডে!
লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজারহাটের একটি হোটেলে সাংগঠনিক বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি। সূত্রের খবর, সেই বৈঠকে প্রশ্ন ওঠে জ়োন, বিভাগকে (বিজেপির সাংগঠনিক কাঠামোয় এই অংশ জেলা ও রাজ্যের মাঝামাঝি) অন্ধকারে রেখে রাজ্যের নেতারা কেন সরাসরি জেলা সভাপতিদের কাছে নির্দেশ পাঠাচ্ছেন। এর পরই বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল প্রশ্ন তোলেন, কারা করছেন এই কাজ? তিনি রাজ্য কমিটির এক পদাধিকারীকে জিজ্ঞেস করেন তিনি এই কাজ করেছেন কি না বা করে থাকলে কার নির্দেশে করেছেন। কেন্দ্রীয় নেতার প্রশ্ন-বাণের সামনে চুপ ছিলেন ওই নেতা। এতে আরও উষ্মা প্রকাশ করেন মঙ্গল। তিনি কাউকে আড়াল করার চেষ্টা করছেন কি না, সেই প্রশ্ন তোলেন মঙ্গল। সূত্রের খবর, কিছু ক্ষণ অপেক্ষার পরে এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজেপি সূত্রের খবর, বৈঠকে মঙ্গল গত নির্বাচনের তুলনায় দলের ১০% ভোট বৃদ্ধির ‘কঠিন’ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ, বুধবার থেকেই
প্রচারে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে দেওয়াল লেখার জন্য জায়গা ‘বুক’ করা সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ৩১ জানুয়ারির মধ্যে প্রতিটি বিধানসভায় বিজেপির দলীয় কার্যালয় খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় ভাবে ১০১ জনের কমিটি গড়ে দেওয়া হয়েছে। লোকসভা স্তরে আগামী ১৬ তারিখ ও বিধানসভা স্তরে ৩১ তারিখের মধ্যে এই কমিটি তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)