Advertisement
১৩ অক্টোবর ২০২৪
BJP

হাথরসের ‘পাপ’ ঢাকতে ‘এনকাউন্টার’! 

হাথরস-কাণ্ডে মুখ্যমন্ত্রীর এ দিনের প্রতিবাদ মিছিল নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০৩:৫৩
Share: Save:

একটি অপরাধের মোকাবিলায় আর একটি অপরাধ করার পথ নিতে চায় বিজেপি। দলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায় শনিবার তা স্পষ্ট হয়ে গেল। হাথরস-কাণ্ড প্রসঙ্গে এ দিন পশ্চিম বর্ধমানের কাঁকসায় সায়ন্তন বলেন, ‘‘উত্তরপ্রদেশে যে অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছে, আমি সরকারের কেউ না হয়েও বলছি, তাদের এনকাউন্টার হবে। এই গ্যারান্টি দিলাম।’’ এর আগেও উত্তরপ্রদেশের এনকাউন্টারের ঘটনাকে সমর্থন জানিয়েছেন বিজেপির এ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যে দল পশ্চিমবঙ্গের ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে অনবরত ক্ষোভ প্রকাশ করে, তারা নিজেরা কি আদৌ আইন এবং শৃঙ্খলায় আস্থাশীল? কোনও অপরাধে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করা ভারতের সংবিধান এবং বিচারব্যবস্থা অনুমোদন করে না। হাথরস-কাণ্ডে মুখ্যমন্ত্রীর এ দিনের প্রতিবাদ মিছিল নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। পূর্ব বর্ধমানের দাঁইহাটে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘হাথরস-কাণ্ডে যোগী সরকার কড়া পদক্ষেপ করছে। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে রাজনীতি করছেন।’

অন্য বিষয়গুলি:

Hathras Rape Case Uttarpradesh Sayantan Basu BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE