Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

Mamata-Subramanian: আচমকাই নবান্নে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, বৈঠক মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে

নবান্নে বৃহস্পতিবার প্রায় আধঘণ্টা কথা হয়েছে দু’জনের। বৈঠকের পরে দু’জনের কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ০৩:৩৯
Share: Save:

নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। কয়েক মাস আগে দিল্লিতেও এক বার তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। নবান্নে বৃহস্পতিবার প্রায় আধঘণ্টা কথা হয়েছে দু’জনের। বৈঠকের পরে দু’জনের কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। পরে স্বামী টুইট করে বলেন, ‘‘কলকাতায় আকর্ষণীয় ব্যক্তিত্ব (ক্যারিসম্যাটিক) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম। তিনি সাহসী চরিত্র। সিপিএমের বিরুদ্ধে লড়ে যে ভাবে তিনি কমিউনিস্টদের ধূলিসাৎ করেছেন, তার আমি গুণগ্রাহী।’’ বিজেপিতে অধুনা ‘বিক্ষুব্ধ’ স্বামী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা ছিলই। এই সাক্ষাতের পরে সেই জল্পনাই ফের ভেসে উঠেছে। ন্যাশনাল হেরাল্ডের যে মামলার সূত্রে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, তার মামলাকারী স্বামীই। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য এ দিন মন্তব্য করেছেন, ‘‘আগে শোনা গিয়েছিল, স্বামী এসে ২১শে জুলাইয়ের মঞ্চে যোগ দেবেন। ব্যাপার-স্যাপার দেখে তখন হয়তো পিছিয়ে গিয়েছিলেন। আগে বলেছিলেন, বিজেপিতে থেকেও তিনি তৃণমূল নেত্রীর সঙ্গেই আছেন! এখন মোদীর দূত হয়ে খোঁজ নিতে এসেছিলেন কি না, কে জানে!’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যদিও বলেছেন, ‘‘দিল্লিতে জাতীয় রাজনীতির সূত্রে দু’জনের পুরনো পরিচয়। কলকাতায় এলে সৌজন্য সাক্ষাৎ হতেই পারে। এই নিয়ে আলোচনার কী আছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Subramanian Swamy Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE