নভেম্বরের শেষে পশ্চিমবঙ্গে শীতের আমেজে কিছুটা ভাটা পড়েছিল। রাতে ঠান্ডা থাকলেও দিনে তা অমিল ছিল। ডিসেম্বরের পয়লা তারিখেও তার হেরফের হয়নি। তবে এ বার বঙ্গবাসী মনের সুখে শীতের আমেজ উপভোগ করতে পারবেন। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে পারদ। উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। সপ্তাহান্তে রাজ্যের দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে অনেকটাই।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামছে পারদ। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। সে সময় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। পূর্বাভাস বলছে, শুক্র-শনিবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১১ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাতের পারদ।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯৪ শতাংশ। কলকাতায় আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ মিলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। ভোরবেলা এবং রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।
আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ওঠা-নামার কারণে আগামী দু’-তিন দিন কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা রাজ্য। ভোরের দিকে কুয়াশা বেশি থাকবে। তবে জেলার সব জায়গায় তা থাকবে না। কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। তবে দুর্ঘটনা নিয়ে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না।