Advertisement
০৪ মে ২০২৪

বাংলাদেশ হাই কমিশনে বিজেপির অভিযান

রাজ্য দলের উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্ব এ দিন বিজেপি কর্মীরা পার্ক সার্কাসে পৌঁছনোর সঙ্গেই সঙ্গেই অবশ্য পুলিশ তাঁদের গ্রেফতার করে

কলকাতায় বাংলাদেশ হাই কমিশন।

কলকাতায় বাংলাদেশ হাই কমিশন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০১:১৩
Share: Save:

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার কলকাতায় সে দেশের ডেপুটি হাই কমিশন অভিযান করল বিজেপি। রাজ্য দলের উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্ব এ দিন বিজেপি কর্মীরা পার্ক সার্কাসে পৌঁছনোর সঙ্গেই সঙ্গেই অবশ্য পুলিশ তাঁদের গ্রেফতার করে।

পরে মোহিতবাবু জানান, কিছু দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছএ বাংলাদেশে সংখ্যালঘুদের ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কথা বলেছিলেন ওই দেশেরই নাগরিক প্রিয়া সাহা। যার জেরে প্রিয়ার উপর প্রবল ‘চাপ’ তৈরি করেছে বাংলাদেশ। এরই বিরুদ্ধে এ দিন তাঁরা হাই কমিশনে গিয়েছিলেন স্মারকলিপি দিতে।

কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের সভা করতে দেয়নি। পুলিশ সূত্রে খবর, মোটা ৮৪ জন বিজেপি নেতা-কর্মীকে এ দিন গ্রেফতার করা হয়। বিকেলে তাঁদের ছেড়েও দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh High Commission BJP Hindu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE