Advertisement
১৪ জুলাই ২০২৪
Biman Banerjee

Ashok Lahiri: ‘আপনিই সর্বশ্রেষ্ঠ স্পিকার, আমাদের নেতা, এমন ভুল করলেন কী করে?’ বিমানকে প্রশ্ন বিজেপির অশোকের

আচার্য বিলের ভোটাভুটিতে ভুল নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

অশোক লাহিড়ী এবং বিমান বন্দ্যোপাধ্যায়।

অশোক লাহিড়ী এবং বিমান বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৩:৫৪
Share: Save:

বিধানসভায় আচার্য বিলের ভোট গণনায় ভুল নিয়ে বিজেপির অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ীর কটাক্ষের মুখে পড়লেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বলতে ওঠেন বালুরঘাটের বিজেপি বিধায়ক। সোমবার আচার্য বিলের ভোট গণনায় ভুলের প্রসঙ্গটি তুলে তিনি বলেন, "কালকের ঘটনায় খুব কষ্ট পেয়েছি। এটা খুব দুর্ভাগ্যজনক। অনেকে বলেছেন যে, এটা ষড়যন্ত্র। আমি বিশ্বাস করিনি। লোকসভা বা বিধানসভায় ভোট হয়। কিন্তু এমন হয় না। অবহেলা হয় না।" এর পরেই স্পিকার বিমান বলেন, "কাউন্টিংয়ে ভুল হয়েছিল। সিনিয়র একজন করেছিলেন। যিনি অবসরের কাছাকাছি সময়ে আছেন। আমি সবটা বলেছি সকালে। আমরা সবাই বিধানসভার সদস্য। সভার মর্যাদা রক্ষা করব। বিধানসভার উপর আস্থা রাখুন। লোকসভায় সাবজেক্ট টু কারেকশন নামে একটা ডিসপ্লে বোর্ড থাকে। আমাদের এক কর্মচারী ভুল করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দিই। আপনি মনে হয় সেই সময় ছিলেন না।"

এর পরেই অশোক বলেন, "আপনিই আমাদের নেতা।" জবাবে স্পিকার বলেন, "আমি নেতা না।" বালুরঘাটের বিধায়ক বলেন, "আপনিই আমাদের শ্রেষ্ঠ স্পিকার। তাই আপনার নির্দেশ শিরোধার্য। আপনি থাকতে এটা কী করে হল? অবহেলা বা অনিচ্ছাকৃত ভুল বললে চলবে না।" জবাবে স্পিকার বলেন, ''বিধানসভার উপরে আস্থা রাখুন। বুলেটিনে এই কথা বলেছি। অশোকবাবু, আপনিও লোকসভা, রাজ্যসভা দেখে এসেছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। আশা করি, এই বিষয়টিও আপনি বুঝবেন।" প্রসঙ্গত, সোমবার আচার্য বিলের ভোটাভুটিতে ফল ঘোষণা করেন স্পিকার। প্রথমে ঘোষণা করেন, বিলের পক্ষে ১৮২ এবং বিপক্ষে ৪০টি ভোট পড়েছে। কিন্তু সন্ধ্যায় জানানো হয়, ফল হয়েছে ১৬৭-৫৫। যদিও প্রথমে ফল ঘোষণার পর তা নিয়ে আদালতে যাওয়ার হুমকি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মঙ্গলবার সকালে স্পিকার ফল নিয়ে ভুলের কথা জানিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Biman Banerjee West bengal Assembly Ashoke lahiri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE