শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার প্রেক্ষিতে সরকার কেন ব্যবস্থা নেয়নি, বৃহস্পতিবার বিধানসভায় এই প্রশ্নে সরব হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিধায়ক জানান, ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব অবনীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়ি ভাঙা হল। রাজ্যের কি উচিত ছিল না বাড়িটিকে ঐতিহ্যবাহী ঘোষণা করে বিশেষ ব্যবস্থা নেওয়া? উত্তরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। তবে তা সরকারি নয়, ব্যক্তিগত সম্পত্তি। পারিবারিক বিবাদের কারণে নির্মাণ ব্যবসায়ীর হাতে দিয়ে তা দেওয়া হয়েছিল। তাঁরাই এই কাজ করেছেন।’ ইন্দ্রনীল আরও জানান, সরকার চেষ্টা করেছিল বিষয়টির মধ্যে ঢুকতে। কিন্তু পরিবার তাতে আপত্তি জানিয়েছিল। এই সূত্রেই এমন ঐতিহ্যবাহী যে কোনও ক্ষেত্রে সরকারের কাছে খবর থাকলে, তাঁদের দফতর তা রক্ষার চেষ্টা করে বলেও মন্ত্রী দাবি করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)