নির্বাচনী কাজে চুক্তি-ভিত্তিক কর্মী নিয়োগ এবং বেআইনি ভাবে বুথ লেভ্ল অফিসারদের (বিএলও) বদলের অভিযোগে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের নেতা শিশির বাজোরিয়া বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়েছিলেন। শুভেন্দুর অভিযোগ, “সিইও-র অনুমতি ছাড়া বিএলও বদল করা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা সংস্থার সুপারিশ মেনে বেআইনি ভাবে বিএলও বদল হচ্ছে এবং আশাকর্মী, সহায়িকাদের ওই পদে নিয়োগ করা হচ্ছে।” এই সূত্রে পূর্ব মেদিনীপুরের এগরার একটি তালিকাও সিইও-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। সিইও-র প্রয়োজনীয় আশ্বাসে তাঁরা খুশি বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। শিশিরের অভিযোগ, মূলত বিজেপি কর্মীদের ফাঁসাতে হুগলির এক অতিরিক্ত জেলাশাসক এক্তিয়ারের বাইরে গিয়ে বিভিন্ন দলের থেকে বুথ লেভ্ল এজেন্টের (বিএলএ-১) তালিকা চেয়ে পাঠিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)