Advertisement
২০ এপ্রিল ২০২৪
Babul Supriyo

Babul Supriyo: অস্বাভাবিক একা লাগছে, রাজনীতি ছাড়ার পর ফেসবুকে লিখলেন সাংসদ বাবুল

ইংরেজি আপ্তবাক্য স্মরণ করে বাবুলের দাবি, জীবন আসলে একমুখী পথ। যে রাস্তা ধরে অনেকটা চলে এসেছেন, সে রাস্তা ধরে আর ফিরতে পারবেন না।

বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৩:১০
Share: Save:

রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও আসানসোলের মানুষের কথা ভেবে সাংসদ পদে ইস্তফা দেননি তিনি। এমন পরিস্থিতিতে তাঁর একাই দিন কাটছে বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুক পোস্টে নিজের ‘স্বেচ্ছা নির্বাসনের’ কথা জানিয়ে বাবুল লিখেছেন, ‘একা ঘরে নিজের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে । কিন্তু এখন নিজেকে অস্বাভাবিক রকম (অ্যাবনরমালি) একা লাগছে।’

পাশাপাশি, ইংরেজি আপ্তবাক্য উদ্ধৃত করে বলেছেন, ‘জীবন আসলে একমুখী পথ’। পরের অংশের বাংলা তর্জমায় বাবুলের মন্তব্য, ‘যে রাস্তা ধরে এতটা পথ এসেছেন, সে রাস্তা ধরে আর ফিরতে পারবেন না।’ এই মন্তব্যের মাধ্যমে বাবুল তাঁর সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা ফের খারিজ করতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে।

ঠিক এক সপ্তাহ আগে নেটমাধ্যমে পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন বাবুল। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর আসানসোলের বিজেপি সাংসদ জানান, আপাতত তিনি নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু সক্রিয় রাজনীতিতে তিনি ফিরবেন না বলেও দাবি করেছিলেন।

এই পরিস্থিতিতে শনিবারের ফেসবুক পোস্টের বড় অংশ জুড়ে রয়েছে তাঁর মায়ের স্মৃতি। গত ডিসেম্বরে প্রয়াত হয়েছিলেন বাবুলের মা সুমিত্রা বড়াল। তাঁর স্মৃতিচারণার বাবুল লিখেছেন, ‘জানতাম মায়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল | একটা বড় স্ক্রিনওয়ালা মোবাইল কিনে দিয়েছিলাম। ছবিগুলো, লেখাগুলো যাতে দেখতে সুবিধা হয় | মোবাইলটাতে কোনও গন্ডগোল হলেই আমার কাছে আসত, ‘এই বাবুল দেখ তো, কিচ্ছু আসছে না। আগের ছোট মোবাইলটাই ভাল ছিল, এটা বাজে’।’

শনিবার হঠাৎই মায়ের সেই ফেসবুক অ্যাকাউন্ট তাঁর ‘চোখের সামনে ভেসে’ ওঠে বলে জানিয়েছেন বাবুল। লিখেছেন, ‘জানতাম মা টুকটাক ফেসবুক করে। কিন্তু মা যে আমার প্রায় সব অরাজনৈতিক পোস্ট জটিল, বাজে মোবাইলটা থেকে ধরে ধরে শেয়ার করত, তা জানতাম না।’

রাজ্য বিজেপি-র একাংশের মতে এ ক্ষেত্রেও সচেতন ভাবেই প্রয়াত মায়ের ‘অরাজনৈতিক পোস্ট’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন বাবুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE