পুলিশি ‘হেনস্থা’র জন্যই রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের মৃত্যু হয়েছে, এই অভিযোগ করে এ বার বড়তলা থানার বাইরে মৌনী-বিক্ষোভ করল বিজেপি। বিধানসভা অধিবেশনের পরে বৃহস্পতিবার সন্ধ্যায় থানার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক দল বিধায়ক মোমবাতি জ্বালিয়ে এবং পঙ্কজের ছবি-সহ প্ল্যাকার্ড পরে প্রতিবাদ অবস্থান করেছেন। শুভেন্দু বলেছেন, পঙ্কজ দত্তকে হেনস্থার জন্য যে সব পুলিশ আধিকারিকেরা দায়ী, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তাঁদের সকলের শাস্তি হবে। মৌনী-বিক্ষোভে ছিলেন বিরোধী দলের সচেতক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির কয়েক জন বিধায়ক। প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একটি অনুষ্ঠানে পঙ্কজের করা একটি মন্তব্যের সূত্রে বড়তলা থানা তাঁকে ডেকে পাঠিয়ে হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছিল। তার কিছু দিন পরে তাঁর অসুস্থতা এবং মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি ও বিরোধী অন্যান্য দলের নেতারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)