বিজেপির জোড়া বিক্ষোভে উত্তপ্ত হল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ গ্রহণ করায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়কেরা। একই দিনে বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার-সহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী দল। কিন্তু স্পিকার সেই আলোচনার অনুমতি না দেওয়ায় অধিবেশন ছেড়ে বেরিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়কেরা।
সেনা জওয়ানদের সম্মান জানানোর জন্য আনা প্রস্তাব ঘিরে মঙ্গলবার বিধানসভায় তৃণমূল ও বিজেপির বিবাদ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সমর্থনে কথা বলেছেন বলে সভার বাইরে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। সেই মন্তব্যের জেরেই এ দিন বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ গ্রহণ করেছেন স্পিকার। অভিযোগ এনেছেন রাজ্যের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী। বিজেপি বিধায়কদের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতেই বারবার বিরোধী দলনেতাকে নিশানা করা হচ্ছে। স্পিকারের এই সিদ্ধান্ত ‘পক্ষপাতদুষ্ট’। এই অভিযোগেই বিজেপি বিধায়কেরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। স্পিকার অবশ্য সেই অভিযোগ খারিজ করে বলেছেন, ‘‘বিধানসভায় যা হয়েছে, তা নিয়ম মেনেই হয়েছে।’’
বিরোধী দলের সচেতক শঙ্কর ঘোষের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রীকে অসম্মান করে রেহাই পেয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, উদয়ন গুহেরা। বিধানসভার বাইরের তাঁরা যে সব মন্তব্য করেছেন, তার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না। অথচ শুভেন্দুবাবুর বাইরের মন্তব্য নিয়েই সক্রিয় হল বিধানসভা! আসলে বিরোধীদের কথা বলতে দেওয়া হবে না।’’ স্পিকারের অবশ্য ব্যাখ্যা, ‘‘দু’টি বিষয় এক করে দেখলে চলবে না। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বিধানসভার বক্তৃতা সম্পর্কে অসত্য কথা বলে যে মন্তব্য করেছেন, তা বিবেচনা করেই অভিযোগটি গৃহীত হয়েছে।’’
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতের গ্রেফতার দাবি করে আনা প্রস্তাব গৃহীত না হওয়ার কারণেও সরব হয়েছেন বিজেপি বিধায়কেরা। ‘মুখ্যমন্ত্রীর আলালের দুলাল কেষ্টর কুকথার জন্য অবিলম্বে গ্রেফতার চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়ছেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দুর মন্তব্য, ‘‘পুলিশের ঘরের মা-স্ত্রীকে টেনে কদর্য কথা বলেছেন তৃণমূলের নেতা। অথচ কোনও ব্যবস্থা নেই। অপমানিত হলেন পুলিশের পরিবার, তাঁদের জন্য আমরা গিয়ে ‘নারী সম্মান যাত্রা’ করে এলাম। তবু হুঁশ নেই!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)