বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে বিতর্কের পারদ চড়তে শুরু করল। বিজেপি-র অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে নিয়েও রাজনীতি করছেন মমতা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও দলের দাবি।
রাজ্য বিজেপি-র টুইটারে সরাসরি ‘গুরুদেবের বিশ্বভারতীকে অপমান করা’র অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দলের টুইটার হ্যান্ডলে ‘হ্যাশট্যাগ মমতা ইনসাল্টস গুরুদেব’ প্রচার শুরু হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি টুইটারের উল্লেখ করে লেখা হয়েছে, ‘সর্বত্র নোংরা রাজনীতি? আমন্ত্রণ পেয়েও বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারের অবমাননা করেছেন। সোনার বাংলা যে বিষয়গুলির উপর দাঁড়িয়ে, উনি একে একে সেগুলির শ্বাসরোধ করছেন’।
টুইটের সঙ্গে শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৪ ডিসেম্বর লেখা চিঠির প্রতিলিপিও পোস্ট করেছে বিজেপি। যদিও সেই চিঠির প্রাপ্তি স্বীকারের নথির উল্লেখ নেই সেখানে।