Advertisement
E-Paper

লোকসভার লড়াইয়ে সাজছে বিজেপির গাড়ি-বাড়ি

রাজ্যে লোকসভা ভোটে দলের সংগঠকদের ৩৫০ মোটরবাইক দিচ্ছে বিজেপি। লোকসভা এবং বিধানসভা আসন পিছু বাছাই করা সংগঠকদের কাজের সুবিধার জন্য দেওয়া হবে বাইক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৫:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিভিন্ন নির্বাচনের ফলের নিরিখে বিজেপি রাজ্যে দ্বিতীয় শক্তি হয়ে উঠলেও তৃণমূলের সঙ্গে তাদের ব্যবধান এখনও দুস্তর। তবে লোকসভা ভোটের জন্য গাড়ি-বা়ড়ি সাজিয়ে প্রস্তুতি শুরু করছে তারা।

রাজ্যে লোকসভা ভোটে দলের সংগঠকদের ৩৫০ মোটরবাইক দিচ্ছে বিজেপি। লোকসভা এবং বিধানসভা আসন পিছু বাছাই করা সংগঠকদের কাজের সুবিধার জন্য দেওয়া হবে বাইক। সাংগঠনিক কাজের জন্য এই সংগঠকদের আগেই আলাদা করে বাছা হয়েছিল।

রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াও নির্দিষ্ট এলাকায় ঘোরাফেরার জন্য তাঁদের বাইক রাখার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁদের সকলে সেই ব্যবস্থা করতে পারেননি। তাই সে দায়িত্ব দলই নিচ্ছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ভারপ্রাপ্ত এই সংগঠকেরা কাজ শুরু করে দিয়েছেন। আগে যে মোটরবাইকগুলি আনা হয়েছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যায় সেগুলি ফেরৎ পাঠানো হয়েছে। এবার জেলায় জেলায় রেজিস্ট্রেশন করিয়ে নতুন মোটরবাইক দেওয়া হচ্ছে।

ভোটের হিসাবে রাজ্যে সমর্থন বেড়েছে বিজেপির। মূল সংগঠন তো বটেই বিভিন্ন শাখা ও সহকারী সংগঠনেরও কমবেশি প্রসার হয়েছে। লোকসভা নির্বাচনে তাদের সবগুলিকে নিয়ে কাজ করতে মুরলিধর সেন লেনের অফিসে স্থানাভাব হচ্ছে। সেই কারণেই লোকসভা ভোটের কাজকর্মের জন্য ভাড়ায় একটি অফিসবাড়ি নিতে চাইছেন দলের রাজ্য নেতৃত্ব।

দলের এক রাজ্য নেতার কথায়, ‘‘এখনই নতুন জায়গা চাই। তাই নতুন অফিসবাড়ি তৈরি বা কেনার চেষ্টায় সময় নষ্ট না করে ভাড়া নেওয়ার জন্য বাড়ি খুঁজছি। ইতিমধ্যেই এই রকম কয়েকটি জায়গা দেখা হয়েছে।’’

প্রসঙ্গত, বর্তমান অফিসবাড়ির লাগোয়া একটি বাড়ি কেনার কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বাড়িটির শরিকি সমস্যার কারণে তা এগোয়নি। তাই পুরনো বাড়ি রেখেই ২০১৯ সালের গোটা অফিস সেই ভাড়াবাড়িতে সরিয়ে নিয়ে যেতে চান তাঁরা।

পঞ্চায়েত ভোটে কিছু সাফল্য আসায় রাজ্যে লোকসভা নির্বাচনের গোছাগাছে জোর দিয়েছে বিজেপি। আসন ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি পরিকাঠানোও সাজার কাজ শুরু করেছেন দলীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে লোকসভার আসন বেছে প্রস্তুতি শুরু করেছেন রাজ্য নেতারা। সেই সূত্রেই ২২ টি আসন দলের জন্য ‘ভাল’ হিসাবে চিহ্নিত করে কাজ করছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে প্রাপ্তভোটের ভিত্তিতে এই আসনগুলিতে দলের সম্ভাবনা স্পষ্টই রয়েছে। এ মাসে কেন্দ্রীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকে পঞ্চায়েত ভোটের হিসাবের ভিত্তিতে লোকসভার সেই নকশা ঝালিয়ে নিতে চাইছেন দলীয় নেতৃত্ব।

Politics Lok Sabha Vote BJP বিজেপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy