রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, সেই উত্তর এখনও অমিল। তবে এর মধ্যেই সূত্রের দাবি, দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই লড়বে বিজেপি। এই আবহে রাজ্য বিজেপির তরফে সমাজমাধ্যমে শুভেন্দু-সুকান্তের হাতে হাত রাখা ছবি প্রকাশও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।
বিধাননগরের একটি হোটেলে বুধবার ওই বৈঠকে রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়, শুভেন্দু, সুকান্ত এবং রাজ্যের নেতাদের অনেকেই ছিলেন। সূত্রের দাবি, বৈঠকে বনসল বলেছেন, দল দিল্লি, হরিয়ানায় জিতেছে। বিহারে জিতবে। এই সূত্র ধরেই তিনি জানিয়েছেন, বাংলাতেও সুকান্ত-শুভেন্দুকে নিয়েই দল জিতবে। আর ৪০-৫০ লক্ষ ভোট পক্ষে এলেই জয় নিশ্চিত বলেও বার্তা দিয়েছেন বনসল।
বৈঠকে শুভেন্দু প্রায় গোড়া থেকেই ছিলেন। দলের সাংগঠনিক বৈঠকে সাধারণ ভাবে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে সুকান্ত একদা বলেছিলেন, “উনি এমন বৈঠকে থাকতে স্বচ্ছন্দ নন।” তবে এ দিন সুকান্তের বক্তব্য, “ওঁকে ডাকা হয়েছিল, উনি এসেছেন।” প্রসঙ্গত, সুকান্তের এমন বক্তব্য এবং দলের তরফে শুভেন্দুর সঙ্গে তাঁর ছবি প্রকাশ, এই দুই সূত্রেই ‘ঐক্যে’র বার্তা রয়েছে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপি শিবিরে।
সূত্রের দাবি, বৈঠকে সাম্প্রতিক সময়ে নানা কারণে চর্চিত দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গও তাঁর নাম উল্লেখ ছাড়াই উঠে এসেছে। বিজেপি সূত্রে খবর, সম্ভবত দিলীপ-বিতর্কের আবহেই বনসল দলের আদর্শের প্রতি নিষ্ঠা রাখা, বিভ্রান্ত না-হওয়া এবং কর্মীদের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখার বার্তা দিয়েছেন। দিলীপের বিরুদ্ধে দলীয় কোনও পদক্ষেপের সম্ভাবনার প্রশ্নে রাজ্য সভাপতি সুকান্ত বলেছেন, “যা হবে দ্রুত দেখতে পাবেন।” পাশাপাশি, দিলীপ বৈঠকে ডাক পেয়েছিলেন কি না, তা নিয়ে মন্তব্য করেননি সুকান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)