বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছরকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিতে বর্ষব্যাপী কর্মসূচি নিচ্ছে বিজেপি। এই উপলক্ষে কার্গিল থেকে আন্দামানের সেলুলার জেল পর্যন্ত দেশের একাধিক জায়গায় ওই গান গাওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি। আগামী ৭ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশভর কর্মসূচি হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার কলকাতায় বলেছেন, “আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বভারতীয় নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দেশের ৬১ জায়গায় অখণ্ড বন্দে মাতরম গাওয়া হবে।” সেই সঙ্গে রাজ্যের কর্মসূচির ঘোষণা করে তিনি জানান, হুগলিতে ‘বন্দে মাতরম ভবনে’ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল উপস্থিত থাকবেন। এ ছাড়াও, উত্তর ২৪ পরগনার কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাসভবনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থাকবেন। মুর্শিদাবাদের লালগোলায় যাবেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা, কলকাতার কলেজ স্ট্রিটে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উত্তর ২৪ পরগনায় থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। শমীকের দাবি, “১৯৩৭ সালে কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির একটি সভা হয়। সেই সভা থেকে তারা সে দিন ‘বন্দে মাতরম’কে খণ্ডিত করে দিয়েছিল। আমরা চাই এই প্রজন্ম সংক্ষিপ্ত ‘বন্দে মাতরম’ নয়, ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ রূপ জানুক।” ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বন্দে মাতরমে’র সার্ধ-শতবর্য উদযাপনে রাজ্য সরকারের তরফে বিশেষ কমিটি গড়ে দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)