সামনে লোকসভা নির্বাচন। তার আগে কোনও ভাবেই সুর নরম করা যাবে না। দলের মিডিয়া কর্মশালায় স্পষ্ট বার্তা দিলেন রাজ্য বিজেপির নেতারা।
লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে প্রত্যেকটি শাখাকে নিয়ে রাজ্যওয়াড়ি ‘ক্লাস’ নিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সম্প্রতি দলের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সমাজ মাধ্যমের কর্মীদের নিয়ে একই রকম কর্মশালা হয়েছিল। আইসিসিআর-এ মঙ্গলবার বিজেপির মিডিয়া বিভাগের কর্মীদের নিয়ে কর্মশালা ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র কে কে শর্মা, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিংহ, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা শিশির বাজোরিয়া, কেয়া ঘোষ, বিমলশঙ্কর নন্দ প্রমুখ।
সূত্রের খবর, বৈঠকে বক্তারা মিডিয়া বিভাগের কর্মীদের আরও ‘আগ্রাসী’ হওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে ভাষা প্রয়োগে সচেতন হওয়ার কথাও বলেছে। তাঁদের বক্তব্য, অন্যেরা ‘কুকথা’ বললে যত না হইচই হয়, বিজেপি নেতারা কোথাও অসংযত মন্তব্য করলে তার চেয়ে ঢের বেশি বিতর্ক বাধে। বিজেপি নেতৃত্বের যুক্তি, দল দেশের ক্ষমতায়। তাই তাদের দায়িত্ব অনেক বেশি। সংবাদমাধ্যমকে কোনও ‘সুযোগ’ দেওয়া যাবে না। সেই সঙ্গে যাঁরা সংবাদমাধ্যমের বিভিন্ন আলোচনায় দলের প্রতিনিধিত্ব করেন, তাঁদের বিতর্কের বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে বলা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি কোনও একটি বিষয়ে না জানেন বা কথা বলতে স্বচ্ছন্দ না হন, তা হলে দলকে জানাতে হবে। তাঁর বদলে অন্য কেউ প্রতিনিধিত্ব করবেন। কিন্তু সংবাদমাধ্যমে গিয়ে ভুল বলা চলবে না। কর্মশালা প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতার বক্তব্য, “ভবিষ্যতে এই ধরনের কর্মশালা আরও হবে। এই কর্মশালা থেকে যে বার্তা পেলাম, তাতে স্পষ্ট, লোকসভা নির্বাচনে বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)